Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#8923
সমুদ্রের ঝড় থেকে বিদ্যুৎ উৎপাদন
বিশ্বের সবচেয়ে বড় উইন্ড টার্বাইন দিয়ে হ্যারিকেন বা সামুদ্রিক ঝড় থেকে বিদ্যুৎশক্তি সংগ্রহে ‘ওশান এক্স’ নামের বিশাল প্ল্যাটফর্মটি তৈরি করে চীনা কোম্পানি ‘মিংইয়াং স্মার্ট এনার্জি’, যা ক্যাটাগরি ৫ মাত্রায় হ্যারিকেনের সময়ও বিদ্যুৎশক্তি সংগ্রহ করতে সক্ষম। সমন্বিতভাবে ১৬ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ যোগান দিতে পারবে এটি। চীনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী গুয়াংঝুতে চালু হওয়া এ টার্বাইনের বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫৪,০০০ মেগাওয়াট, যা চীনের ৩০,০০০ পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করার মতো যথেষ্ট। ২০২০ সালে প্রথমে টার্বাইনটির ১০ ভাগের এক ভাগ আকারের একটি প্রোটোটাইপ পরীক্ষা করে কোম্পানিটি। আর মূল ‘ওশেনএক্স’ প্ল্যাটফর্মটির কাজ শেষ হয় ২০২৪ সালের এপ্রিলে। আল্ট্রা-হাই-পারফরম্যান্স কংক্রিট দিয়ে নির্মিত এ মেগা প্ল্যাটফর্মটির ভর প্রায় সাড়ে ১৬০০০ টন ও পানির নীচে এর গভীরতা ৩৫ মিটারের (১১৫ ফুটের) বেশি।

বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র
৮ জুলাই ২০২৪ বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঘোষণা দেয় চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬০ লাখ বাড়িতে বিদ্যুৎ পৌছানোর ঘোষণা দেয়। এ সৌরবিদ্যুৎ প্রজেক্ট ছোট আকারের কোনো দেশে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। আট গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটির সক্ষমতা যুক্তরাজ্যের সামগ্রিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও বেশি। প্রায় ১,০০০ কোটি ডলারেরও বেশি খরচে উত্তর চীনের ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে হতে যাওয়া এ প্রকল্প থেকে বিদ্যুৎ পৌছাবে বেইজিং, তিয়ানজিন ও হেবেইয়ের সমন্বেয়ে গঠিত শহুরে অঞ্চল ‘জিং-জিন-জি’তে। এ সমন্বিত বিদ্যুৎ প্রকল্পে একটি চার গিগাওয়াটের বায়ুবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, চার গিগাওয়াটের কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও দুইশ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও থাকবে। পাশাপাশি আরও পাঁচ গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থাও থাকবে। বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করবে চীনের ‘থ্রি জর্জেস রিনিউএবলস গ্রুপ’। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নির্মাণ কাজ শুরু হয়। চালু হতে পারে ২০২৭ সালের জুন মাসে। বিদ্যুৎকেন্দ্রটি এক মরুভূমি অঞ্চলে দুই লাখ একর জায়গাজুড়ে বিস্তৃত, যা আয়তনে নিউইয়র্ক শহরের সমান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4437 Views
    by shohag
    0 Replies 
    4743 Views
    by shohag
    0 Replies 
    9978 Views
    by masum
    0 Replies 
    4818 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3688 Views
    by shahan

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]