- Sun Oct 26, 2025 4:54 pm#8970
১. সমাস শব্দের অর্থ হলো –
- সংক্ষেপণ
২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
- ভাই-বোন
৩. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস –
- বহুব্রীহি
৪.’হরবোলা’ কোন সমাস?
- উপপদ তৎপুরুষ
৫.বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
- প্রাতিপদিক
৬. নীল যে অম্বর=নীলাম্বর – কোন সমাস?
- কর্মধারয়
৭. ‘ফুলকুমারী’ কোন সমাস?
- উপমিত কর্মধারয়
৮.’দম্পতি’ কোন সমাসের উদাহরণ?
- দ্বন্দ্ব
৯. ‘গোঁফ খেজুরে’ কোন সমাস?
- বহুব্রীহি
১০.’হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?
- বহুব্রীহি
১১. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
- অব্যয়ীভাব
১২. জ্যোৎস্নারাত কোন সমাসের উদাহরণ?
- মধ্যপদলোপী কর্মধারয়
১৩. ’হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব?
- সমার্থক
১৪. যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে?
- নিত্য সমাস
১৫. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
- মহাত্মা
১৬. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
- সাপে ও নেউলে=সাপে নেউলে
১৭. উপশহর শব্দটি কোন সমাস?
- অব্যয়ীভাব
১৮. ‘কলুর বলদ’ কোন সমাস?
- অলুক তৎপুরুষ
১৯.ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন।
কাজলের ন্যায় কালো –
- উপমান কর্মধারয়
২০.মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত –
- হাসি মাখা মুখ – হাসিমুখ
২১.কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
- আরক্তিম
২২. ‘গাঁয়ে-হলুদ’ কোন সমাস?
- অলুক বহুব্রীহি
২৩. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
- অহিনকূল
২৪. ‘পদচ্যুত’ কোন সমাস?
- তৎপুরুষ
২৫. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে-
- প্রাদি সমাস
- সংক্ষেপণ
২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
- ভাই-বোন
৩. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস –
- বহুব্রীহি
৪.’হরবোলা’ কোন সমাস?
- উপপদ তৎপুরুষ
৫.বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
- প্রাতিপদিক
৬. নীল যে অম্বর=নীলাম্বর – কোন সমাস?
- কর্মধারয়
৭. ‘ফুলকুমারী’ কোন সমাস?
- উপমিত কর্মধারয়
৮.’দম্পতি’ কোন সমাসের উদাহরণ?
- দ্বন্দ্ব
৯. ‘গোঁফ খেজুরে’ কোন সমাস?
- বহুব্রীহি
১০.’হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?
- বহুব্রীহি
১১. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
- অব্যয়ীভাব
১২. জ্যোৎস্নারাত কোন সমাসের উদাহরণ?
- মধ্যপদলোপী কর্মধারয়
১৩. ’হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব?
- সমার্থক
১৪. যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে?
- নিত্য সমাস
১৫. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
- মহাত্মা
১৬. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
- সাপে ও নেউলে=সাপে নেউলে
১৭. উপশহর শব্দটি কোন সমাস?
- অব্যয়ীভাব
১৮. ‘কলুর বলদ’ কোন সমাস?
- অলুক তৎপুরুষ
১৯.ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন।
কাজলের ন্যায় কালো –
- উপমান কর্মধারয়
২০.মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত –
- হাসি মাখা মুখ – হাসিমুখ
২১.কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
- আরক্তিম
২২. ‘গাঁয়ে-হলুদ’ কোন সমাস?
- অলুক বহুব্রীহি
২৩. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
- অহিনকূল
২৪. ‘পদচ্যুত’ কোন সমাস?
- তৎপুরুষ
২৫. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে-
- প্রাদি সমাস
