Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8967
১. বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতির একটি –
- সমাজতন্ত্র
২. বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
- অষ্টম
৩. বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার ওপর কি লেখা আছে?
- বিসমিল্লাহির-রহমানির রহিম
৪.বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেয়া আছে?
- তৃতীয় ভাগে
৫.বাংলাদেশের শাসন ব্যবস্থার ধরন –
- পার্লামেন্টারি
৬. বাংলাদেশ সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
- ১৫২ অনুচ্ছেদে
৭.ফ্লোর ক্রসিং সংক্রান্ত বিধান কত নং ধারায় রয়েছে?
- ৭০নং
৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকৃত নির্বাহী ক্ষমতা কাদের হাতে ন্যস্ত?
- প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের
৯. সংবিধানের পঞ্চদশ সংশোধনী গৃহীত হয় –
- ২০১১ সালে
১০.সংবিধান অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স –
- ২৫ বছর
১১.বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীটি কোন বিষয় সম্পর্কিত?
-সংসদীয় সরকার ব্যবস্থা
১২.বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনীর উদ্দেশ্য ছিল –
- ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া
১৩. বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হতে হবে?
- ২৫ বছর
১৪. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন?
- ৫১(৩) অনুচ্ছেদ
১৫. তত্বাবধায়ক সরকার বাতিল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
-পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে
১৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেন কে?
-গণপরিষদ
১৭. কত সালে বাংলাদেশের সংবিধানের মূলনীতি প্রবর্তন করা হয়?
-১৯৭৯ সালে
১৮.গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া হয় সংবিধানের কোন অনুচ্ছেদে?
-অনুচ্ছেদ ১১
১৯. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে?
- ড. কামাল হোসেন
২০. সংবিধান সংশোধনের জন্য কি পরিমাণ সদস্যের ভোট প্রয়োজন হয়?
-দুই-তৃতীয়াংশ
২১. সংবিধানের কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্রপরিত অধিশংসন সম্ভব?
- ৫২ নং অনুচ্ছেদ
২২. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অধিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের উপর অর্পন করা হয়?
- ষোড়শ
২৩.জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে?
- ৩২নং
২৪.বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
- ১৭
২৫. বাংলাদেশের সংবিধানে ‘শিক্ষার অধিকার’ নিশ্চিত করা হয়েছে কত নং অনুচ্ছেদে?
- ১৭নং অনুচ্ছেদে
২৬. কে অধ্যাদেশ জারি করতে পারেন?
- প্রেসিডেন্ট
২৭. বাংলাদেশ সংবিধানে কতটি মৌলিক অধিকার রক্ষিত?
- ৭টি
২৮. বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বা ভাগ কয়টি?
- ১১টি
২৯. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল?
- বেগম রাজিয়া বানু
৩০. সংবিধানের সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে কবে পাশ হয়?
- ৮ জুলাই ২০১৮
৩১. বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যাদি পরিচালিত হয় কার নামে?
- রাষ্ট্রপতি
৩২. বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ –
- ৫বছর
৩৩. প্রতিরক্ষা কর্ম বিভাগের সর্বাধিনায়ক হলেন –
- রাষ্ট্রপতি
৩৪. সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা ন্যস্ত হাকে –
- প্রধানমন্ত্রীর ওপর
৩৫. মন্ত্রিপরিষদ আবর্তিত হয় –
- প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3332 Views
    by tasnima
    0 Replies 
    10134 Views
    by Romana
    0 Replies 
    8159 Views
    by sajib
    0 Replies 
    1535 Views
    by shohag
    0 Replies 
    4547 Views
    by rajib

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]