Get on Google Play

গানিতিক যুক্তি ও দক্ষতা বিষয়ক আলোচনা
#8080
১.ABC কোম্পানির ১০০,০০০ টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করল। এতে হিসাব সমীকরণে প্রভাব পড়বে – মালিকানা স্বত্ব বৃদ্ধি ও দায় হ্রাস।
২.ন্যাশনাল কোম্পানি ২০১৩ সালের সম্পত্তি হ্রাস পায় ৮০,০০০ টাকা এবং দায় বৃদ্ধি পায় ৩০,০০০ টাকা তাহলে মালিকানা স্বত্ব -১১০,০০০ টাকা হ্রাস পাবে ।
৩.বকেয়া আয় হলো –অর্জিত হিসাবে দেখানো হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে যদিও এখনও গ্রহণ করা হয় নাই ।
৪.Akil Car Wash Co. গত মাসে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল । ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি ৭ টাকা চার্জ করে। ঐ মাসে কোম্পানি শুধু ৮৩ টাকা ইউটিলিটি ,৩০০ টাকা মজুরিএবং ৩১ টাকা সাবান বাবদ খরচ হয় ।মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ করা হয়নি । ঐ মাসে নিট আয় বা লোকসান হবে—২৮৬ টাকা নিট আয়
৫.হিসাব লিপিবদ্ধকরণের সঠিক ক্রম – বিশ্লেষণ , জাবেদাকরণ , স্থানান্তকরণ।
৬.বিক্রয়কারীর কাছে ভ্যাট হলো – দায়
৭.নগদ বাট্টা – বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    8443 Views
    by Romana
    0 Replies 
    19975 Views
    by afsara
    0 Replies 
    12897 Views
    by apple
    0 Replies 
    6592 Views
    by shihab
    0 Replies 
    4454 Views
    by shohag

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]