Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8232
১.আমার মন উতলা করিয়া দিল –মন উতলা করিয়া দিল – হরিশ।
২. অর্ফিয়াস যে পুরানের চরিত্র- গ্রিক।
৩. সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় যে ধরনের রচনা-নাটক।
৪.নুরলদীনের ডাকে মানুষ জেগে উঠেছিল-১৭৮২ খ্রিষ্টাব্দে।
৫. অরিচিতা গল্পে ফলের মতো গুটি উপমাটি দ্বারা বোঝায়- নিষ্ফল জীবন।
৬. হরিশ যেখানে কাজ করে- কানপুরে।
৭.মৃত্যুঞ্জয়ের অন্নপাপের পেছনে কারণ ছিল- সমাজপতিদের নির্দেশ।
৮. ভুজ্যি উচ্ছুগ্য শব্দদ্বয় যে গল্পে ব্যবহৃত হয়েছে- বিলাসী।
৯. বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায় – ভারতী।
১০. রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ –মতিচুর।
১১.কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় –বিভীষণ।
১২.যার উৎসাহ ও অনুপ্রেরণায় রোকেয়া লেখালেখি শুরু করেন-স্বামীর।
১৩.মাইকেল মধূসুদন দত্ত রচিত নাটক নয় –চিত্রাঙ্গদা।
১৪.বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক-শর্মিষ্ঠা।
১৫.বাসবত্রাস হলো-মেঘনাদ।
১৬.মধূসুদন দত্ত সৌমিত্র বলতে বুঝিয়েছেন- রামের অনুজ লক্ষণকে।
১৭.পরদিন কলকাতা চলে গেলাম । আহ্বান গল্পভূক্ত এ বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে- গল্পকথক।
১৮.মানুষের মধ্যে স্নেহ প্রীতির বন্ধন রচিত হয়- হৃদয়ের নিবিড় আন্তরিকতা স্পর্শ ।
১৯.পথের পাঁচালী উপন্যাসটি রচনা করেছেন- বিভূতিভূষণ বন্দোপধ্যায়।
২০.ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কার রচনা নেওয়া হয়েছে- কাজী নজরুল ইসলাম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    14 Views
    by shanta
    0 Replies 
    20 Views
    by sajib
    0 Replies 
    20 Views
    by sakib
    0 Replies 
    82 Views
    by rekha
    0 Replies 
    103 Views
    by shahan

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]