Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8931
মহাকর্ষ ও অভিকর্ষ
০১. পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে/পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে তাকে কি বলে?
উঃ অভিকর্ষ
০২. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
উঃ মধ্যাকর্ষণ বলের জন্য।
০৩. পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোনো বস্তুর ত্বরণ কত?
উঃ 9.8m/sec2
০৪. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
উঃ ভূপৃষ্ঠে।
০৫. পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়?
উঃ নিরক্ষীয় অঞ্চলে।
০৬. কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
উঃ মেরু অঞ্চলে।
০৭. যখন কোনো বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন –
উঃ বাড়ে।
০৮. ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হয়?
উঃ কমে।
০৯. চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?
উঃ ১/৬ (১এর ৬অংশ)।
১০. মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?
উঃ মহাশূন্যচারী ‘g’ – এর মানের সমান ত্বরিত হয়।
১১.শূন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
উঃ পালক, পাথর ও কাঠ একসাথে মাটি স্পর্শ করবে।
১২. সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়ালে, দোলনকাল –
উঃ বাড়বে।
১৩. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি –
উঃ ফাস্ট হবে।
১৪. একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
উঃ অসীম।
শব্দ
১৫. সমুদ্রের গভীরতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় –
উঃ ফ্যাদোমিটার।
১৬. আল্ট্রাসনিক শব্দ বলতে বোঝায় –
উঃ যে শব্দ মানুষ সাধারণভাবে শুনতে পায় না।
১৭. কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি –
উঃ বাড়ে।
১৮. কোন যন্ত্রের সাহায্যে প্রতিফলিত শব্দ ধারণ করা যায়?
উঃ হাইড্রোফোন।
১৯. বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?
উঃ বাড়ে।
২০. কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে?
উঃ বর্ষাকালে।
২১. নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান?
উঃ কনকর্ড।
২২. রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় –
উঃ শব্দোত্তর তরঙ্গ।
২৩. কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
উঃ ০.১ সেকেন্ড।
২৪. লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ –
উঃ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।
২৫. তড়িৎ শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উঃ লাউডস্পিকার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2327 Views
    by romen
    0 Replies 
    8497 Views
    by sajib
    0 Replies 
    5777 Views
    by apple
    0 Replies 
    2966 Views
    by afsara
    0 Replies 
    2061 Views
    by shanta

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]