Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8925
০১. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল রয়েছে?
উঃ রকেট ইঞ্জিন
০২. পদার্থের জড়তার পরিমাপ হচ্ছে-
উঃ ভর
০৩. নিউটন প্রদত্ত কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উঃ গতির প্রথম সূত্র থেকে
০৪. কাচের জানালার ওপর দূর থেকে রাইফেলের বুলেট ছুঁড়লে জানালার কাচে শুধু একটি ছিদ্র সৃষ্টি হয় কেন?
উঃ স্থিতি জড়তার জন্য
০৫. কোটের ওপর লাঠি দিয়ে আঘাত করলে ধূলিকণা পড়ে যায় কেন?
উঃ স্থিতি জড়তার জন্য
০৬. কোন বেশি স্থিতি স্থাপক?
উঃ ইস্পাত
০৭. তামার সাথে কোনটি মেশালে পিতল হয়?
উঃ দস্তা ( জিঙ্ক)
০৮. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
উঃ বায়বীয় পদার্থ
০৯. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
উঃ লৌহ
১০. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার কারণ-
উঃ ফটোলিথোগ্রাফী
১১. রান্না করার হাঁড়ি-পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধাণ কারণ-
উঃ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
১২. ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন। কারণ এতে-
উঃ সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
১৩. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
উঃ বালি
১৪. সবচেয়ে দামি ভারী ধাতু –
উঃ প্লাটিনাম
১৫. পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-
উঃ কিলোগ্রাম
১৬. কোনো ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের-
উঃ বেশি
১৭. হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ?
উঃ কার্বন
১৮. গ্যালভানাইজিং হলো লোহার ওপর-
উঃ দস্তার প্রলেপ
১৯. ভূ-পৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণ আছে-
উঃ অ্যালুমিনিয়াম
২০. সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান-
উঃ কপার ও টিন
২১. কোনটি সর্বোত্তম তড়িৎ বাহক?
উঃ তামা
২২. বহুরূপী মৌল কোনটি?
উঃ কার্বন
২৩. স্টেইনলেস স্টিল তৈরিতে লোহার সাথে মেশানো হয়-
উঃ কার্বন, নিকেল ও ক্রোমিয়াম
২৪. কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়?
উঃ গ্রাফাইট
২৫. আসল হীরা চেনার উপায় কি?
উঃ এর ভেতর দিয়ে রঞ্জনরশ্মি যেতে পারে
২৬. মৌালিক পদার্থ কোনটি?
উঃ লোহা
২৭. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
উঃ পারদ
২৮. তিন লিটার পানির ওজন –
উঃ ৩ কিলোগ্রাম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3354 Views
    by romen
    0 Replies 
    8497 Views
    by sajib
    0 Replies 
    5777 Views
    by apple
    0 Replies 
    2966 Views
    by afsara
    0 Replies 
    2061 Views
    by shanta

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]