Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8651
• United Kingdom of Great Britain & Northern Ireland.
• ১৭০৭ সালে রানী অ্যানির রাজত্বকালে ইংল্যান্ড ও স্কটল্যান্ড একত্রিত হয়ে 'গ্রেট ব্রিটেন এ পরিণত হয়।
• আয়ারল্যান্ড ১৬০৩ সালে ব্রিটেনের অঙ্গরাজ্য পরিণত হয়।
• পৃথিবীর প্রথম স্থায়ী ব্রিটিশ কলোনী জেমস টাউন।
• CITY of FLIM বলা হয় ব্রাডফোর্ড শহরকে।
• CITY of LITERATURE বলা হয় এডিনবার্গ (যুক্তরাজ্য) শহরকে।
• ভিক্টোরিয়া ক্রস- ব্রিটেনের সর্বোচ্চ জাতীয় খেতাব।
• ইউনিয়ন জ্যাক বলা হয়- ব্রিটেনের পতাকাকে।
• আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- ব্রিটেনকে।
• যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল- ল্যাঙ্কাশায়ার।
• শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রথম ব্রিটেনে (১৭৬০-১৮৪০) সালে ।
• উপমহাদেশের নীল চাষের সূচনা হয়- শিল্প বিপ্লবের ফলে।
• ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে।
• উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ।
• ব্রিটেনের গৌরবময় বিপ্লব হয়- ১৬৮৮ সালে।
• ট্রাফালগার স্কয়ার ও রুশ হাউজ অবস্থিত- লন্ডনে ।
• ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে 'হোয়াইট হল' বলা হয়।
• লন্ডনের একটি রাজপথের নাম- পলমল হল।
• চান্সেলর অব এক্সচেকার ব্রিটেনের- অর্থমন্ত্রীর উপাধি ।
• ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি সেক্রেটারী অফ স্টেট ফরেন এন্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স।
• ১১নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ অর্থমন্ত্রী একচেকার এর সরকারি বাসভবন।
• গ্রেট ব্রিটেন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    22473 Views
    by apple
    0 Replies 
    14550 Views
    by rajib
    0 Replies 
    32702 Views
    by rajib
    0 Replies 
    19469 Views
    by shohag
    0 Replies 
    17208 Views
    by shihab

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]