Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8551
১. ন্যায়পাল কী? বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ ন্যায়পাল নিয়োগের বিষয়টি বিবৃত হয়েছে?
উত্তরঃ সুইডিশ শব্দ এর বাংলা প্রতিশব্দ ন্যায়পাল। দুর্নীতিবাজ প্রশাসনযন্ত্রের করল থেকে নাগরিক অধিকার রক্ষার জন্য যে ব্যক্তি অভিযোঘ গ্রহণকারী কর্মকর্তা হিসেবে কাজ করেন তাকে ন্যায়পাল বলা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৭তম অনুচ্ছেদে ন্যায়পালের বিষয়টি বিবৃত হয়েছে।
২. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ৩ ডিসেম্বর ১৯৫৫ বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি ভাষা আনে্দালনের জন্য সৃষ্টি হয়।
৩. মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন।
উত্তরঃক্যাপ্টেন সিতারা বেগম (বীর প্রতীক) ও তারামন বিবি (বীর প্রতীক)
৪. বাংলাদেশের ৫টি GI পণ্যের নাম লিখুন।
উত্তরঃ ১. জামদানি শাড়ি, ২. ঢাকাই মসলিম ৩. বাংলাদেশের ইলিশ ৪. রাজশাহী সিল্ক ও ৫. বগুড়ার দই
৫. বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
উত্তরঃ ১ জানুয়ারি ১৯৯১
৬. জাতীয় সংসদে কাস্টিং ভোট কে দেন?
উঃ স্পিকার
৭. তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ তিস্তা

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]