Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8446
১. শিক্ষা সংশি্লষ্ট নিম্মগামী পরিস্রবণ নীতির উদ্ভাবক- লর্ড ম্যাকলে
২. ঢাকা মহানগর যে ৪টি নদী দ্বারা বেষ্টিত- বুড়িগঙ্গা , তুরাগ, বালু ও শীতলক্ষ্যা
৩. রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বেগম খালেদা জিয়া
৪. ১৯৭২ সালের বিজয় দিবসের ডাকটিকিটের ডিজাইনার-কে.জি মুসতাফা
৫. দেশের একমাত্র উপজাতি বীরবিক্রম –ইউকে (উক্য ) চিং [ মারমা উপজাতি]
৬. বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন হয়- ৪মার্চ ১৯৭২
৭. বাংলাদেশের প্রথম নেট ছিল- ১টারা ও ১০০টাকা
৮. দেশে যুক্তরাষ্ট্রভিত্তিক USAID –এর অর্থায়নে পরিচালিত হতো- সূর্যের হাসি
৯.প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয় – রাজশাহী বিশ্ববিদ্যালয়কে
১০. গোল্ডেন জুবিলি টাওয়ার অবস্থিত-রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১১. এস ফোর্স ব্রিগেড এর নেতৃত্বে ছিলেন –লে কর্নেল কে. এম সফিউল্লাহ
১২. সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায়- ঋগবেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে
১৩. যে ক্ষুদ্র – নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম –ভিল
১৪. চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস – ফেবো ;প্রকাশ ১৯ ফেব্রুয়ারি ২০০৪
১৫. সাঁওতালদের প্রধান উৎসব – সোহরাই
১৬. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর –বেনাপোল
১৭. মেট্রোরেলের অর্থায়ন করে-জাপান
১৮. মূসা খাঁর মসজিদ অবস্থিত- ঢাবির কার্জন হলের অভ্যন্তরে
১৯. ঢাকার কাওরান বাজারে কাওরান সরাই নির্মাণ করেন –শেরশাহ
২০. সুতিয়াখালী সোলার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত- ময়মনসিংহ
২১. রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র যে নদীর তীরে অবস্থিত-পশুর নদী
২২. Black Gold হলো – তেজষি্ক্রয় খনিজ পদার্থ মিশ্রিত বালু
২৩. হরিপুর থেকে তেল উত্তোলন শুরু হয় – ১৯৮৭ সালে
২৪. সুন্দরবনে হরিণ দেখা যায়- ২ প্রজাতির
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    106 Views
    by rajib
    0 Replies 
    2506 Views
    by tasnima
    0 Replies 
    1996 Views
    by rajib
    0 Replies 
    884 Views
    by kajol
    0 Replies 
    2361 Views
    by romen