- Mon Mar 10, 2025 7:38 pm#8405
১.বিজয় সেনের প্রথম রাজধানী ছিল-হুগলিতে ।
২. সেন বংশের শেষ শাসক ছিলেন- কেশব সেন।
৩. বাংলার শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন।
৪.তাবকাত-ই-নাসিরি রচনা করেন- মিহাজ-ই- সিরাজ।
৫. খলজি বংশের অবসান ঘটে- গাজী মালিকের সিংহাসন আরোহণের মাধ্যমে।
৬. তৈমুর লং ভারত আক্রমণ করেন- ১৩৯৮ সালে।
৭. পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়- হিমু ও আকবরের মধ্যে।
৮. বাবর শব্দের অর্থ- বাঘ।
৯. রাজনৈতিক দলের নিবন্ধন প্রথম চালু হয়- ২০০৮ সালে (নবম জাতীয় নির্বাচনে)।
১০. জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন- ২১ এপ্রিল ১৯৭৭।
১১. রাষ্ট্র ও জনগণের মাঝে সংযোগ সৃষি্ট করে- নির্বাচন।
১২. বাংলাদেশে প্রথম EVM ব্যবহার করা হয় – ২০১০ সালে (চসিক নির্বাচনে)।
১৩. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক –রাঙ্গামাটি।
১৪.বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়- ১ জানুয়ারি ১৯৯২।
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ- নাথান কমিশন।
১৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য –Truth Shall Prevail (সত্যের জয় সুনিশ্চিত)।
১৭. শান্তির পাখি ভাস্কর্যটির স্থপতি- হামিদুজ্জামান খান।
১৮. মুক্তিযুদ্ধের সময় ঢাবির যে দার্শনিক শহিদ হন- অধ্যাপক গোবিন্দচন্দ্র(দর্শন বিভাগ)।
১৯. গোল্ডেন জুবিলি টাওয়ার অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২০. বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান- বোরো ধান।
২১. কাটারিভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা- দিনাজপুর।
২২. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ও সোনালি আঁশ- পাট।
২৩. বলাকা, দোয়েল , জোপাটিকা ও ইনিয়া-৬৬ হলো- উন্নত জাতের গম।
২৪. মিঠা পানির মাছ গবেষণা কেন্দ্র অবস্থিত- ময়মনসিংহ।
২. সেন বংশের শেষ শাসক ছিলেন- কেশব সেন।
৩. বাংলার শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন।
৪.তাবকাত-ই-নাসিরি রচনা করেন- মিহাজ-ই- সিরাজ।
৫. খলজি বংশের অবসান ঘটে- গাজী মালিকের সিংহাসন আরোহণের মাধ্যমে।
৬. তৈমুর লং ভারত আক্রমণ করেন- ১৩৯৮ সালে।
৭. পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়- হিমু ও আকবরের মধ্যে।
৮. বাবর শব্দের অর্থ- বাঘ।
৯. রাজনৈতিক দলের নিবন্ধন প্রথম চালু হয়- ২০০৮ সালে (নবম জাতীয় নির্বাচনে)।
১০. জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন- ২১ এপ্রিল ১৯৭৭।
১১. রাষ্ট্র ও জনগণের মাঝে সংযোগ সৃষি্ট করে- নির্বাচন।
১২. বাংলাদেশে প্রথম EVM ব্যবহার করা হয় – ২০১০ সালে (চসিক নির্বাচনে)।
১৩. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক –রাঙ্গামাটি।
১৪.বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়- ১ জানুয়ারি ১৯৯২।
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ- নাথান কমিশন।
১৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য –Truth Shall Prevail (সত্যের জয় সুনিশ্চিত)।
১৭. শান্তির পাখি ভাস্কর্যটির স্থপতি- হামিদুজ্জামান খান।
১৮. মুক্তিযুদ্ধের সময় ঢাবির যে দার্শনিক শহিদ হন- অধ্যাপক গোবিন্দচন্দ্র(দর্শন বিভাগ)।
১৯. গোল্ডেন জুবিলি টাওয়ার অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২০. বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান- বোরো ধান।
২১. কাটারিভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা- দিনাজপুর।
২২. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ও সোনালি আঁশ- পাট।
২৩. বলাকা, দোয়েল , জোপাটিকা ও ইনিয়া-৬৬ হলো- উন্নত জাতের গম।
২৪. মিঠা পানির মাছ গবেষণা কেন্দ্র অবস্থিত- ময়মনসিংহ।