- Wed Dec 04, 2024 2:24 pm#8060
১.ভারতীয় উপমাহাদেশে সবচেয়ে প্রাচীন সভ্যতা –সিন্ধু সভ্যতা ।
২. প্রাচীনকালে পর্যটকদের মধ্যে সর্বপথম বাংলাদেশে আগমন করেন – চীনা পরিব্রাজক ফা-হিয়েন।
৩.বাংলা নামের উৎপত্তি পাওয়া যায় যে গ্রন্থে- আইন – ই- আকবরি ।
৪. বাঙালি জাতির প্রধান অংশ গড়ে যে গোষ্ঠী থেকে – অস্ট্রিক ।
৫.বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন- লুম্বিনী , নেপাল।
৬. ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম – মৌর্য সাম্রাজ্য ।
৭. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা –চন্দ্রগুপ্ত মৌর্য ।
৮. চন্দ্রগুপ্তের রাজধানী ছিল –পাটারিপুত্রে।
৯. মেসিডোনিয়ার বীর আলকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে – খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে।
১০. সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় ।
১১. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা –প্রথম চন্দ্রগুপ্ত ।
১২. গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ রাজা – সমুদ্রগুপ্ত।
১৩. প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় – সমুদ্রগুপ্তকে ।
১৪.বাংলার মাৎস্যন্যায়ের সময়কাল – ৭ম – ৮ম শতক ।
১৫. বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন- গোপাল।
১৬.পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন -মদনপাল ।
১৭. নওগাঁর সোমপুর বিহার নির্মাণ করেন- ধর্মপাল ।
১৮. দিনাজপুরের রামসাগর দীঘি খনন করেন – রামপাল ।
১৯. বঙ্গভঙ্গ কার্যকর হয়- ১৬ ই অক্টোবর ১৯০৫ সালে।
২০. বাংলা প্রেসিডেন্সি গঠিত হয় – বাংলা , বিহার ও উড়িষ্যার সমগ্র এলাকা এবং ছোট নাগপুর নিয়ে।
২১. এ কে ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয় -১২ ডিসেম্বর ১৯৪১ সালে
২২. মুক্তযুদ্ধে পাক সেনানায়কদের মধ্যে প্রথম আত্মসমর্পন করেন – মেজর জেনারেল জমদেশ ।
২৩.স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিল- ৩৬ জন।
২৪. বেসরকারি পর্যায়ের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় – ১ ডিসেম্বর ।
২৫. স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় – ১২ মার্চ ১৯৭২ সালে।
২. প্রাচীনকালে পর্যটকদের মধ্যে সর্বপথম বাংলাদেশে আগমন করেন – চীনা পরিব্রাজক ফা-হিয়েন।
৩.বাংলা নামের উৎপত্তি পাওয়া যায় যে গ্রন্থে- আইন – ই- আকবরি ।
৪. বাঙালি জাতির প্রধান অংশ গড়ে যে গোষ্ঠী থেকে – অস্ট্রিক ।
৫.বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন- লুম্বিনী , নেপাল।
৬. ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম – মৌর্য সাম্রাজ্য ।
৭. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা –চন্দ্রগুপ্ত মৌর্য ।
৮. চন্দ্রগুপ্তের রাজধানী ছিল –পাটারিপুত্রে।
৯. মেসিডোনিয়ার বীর আলকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে – খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে।
১০. সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় ।
১১. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা –প্রথম চন্দ্রগুপ্ত ।
১২. গুপ্ত রাজবংশের শ্রেষ্ঠ রাজা – সমুদ্রগুপ্ত।
১৩. প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় – সমুদ্রগুপ্তকে ।
১৪.বাংলার মাৎস্যন্যায়ের সময়কাল – ৭ম – ৮ম শতক ।
১৫. বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন- গোপাল।
১৬.পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন -মদনপাল ।
১৭. নওগাঁর সোমপুর বিহার নির্মাণ করেন- ধর্মপাল ।
১৮. দিনাজপুরের রামসাগর দীঘি খনন করেন – রামপাল ।
১৯. বঙ্গভঙ্গ কার্যকর হয়- ১৬ ই অক্টোবর ১৯০৫ সালে।
২০. বাংলা প্রেসিডেন্সি গঠিত হয় – বাংলা , বিহার ও উড়িষ্যার সমগ্র এলাকা এবং ছোট নাগপুর নিয়ে।
২১. এ কে ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয় -১২ ডিসেম্বর ১৯৪১ সালে
২২. মুক্তযুদ্ধে পাক সেনানায়কদের মধ্যে প্রথম আত্মসমর্পন করেন – মেজর জেনারেল জমদেশ ।
২৩.স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিল- ৩৬ জন।
২৪. বেসরকারি পর্যায়ের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় – ১ ডিসেম্বর ।
২৫. স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় – ১২ মার্চ ১৯৭২ সালে।