Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#8133
১.(+7)+(-5) একটি রাশি
ক.. রাশিটির যোগাত্মক বিপরীত রাশিটি লেখ ।
খ. .(+7)এর সাথে (-5) যোগাত্মক বিপরীত রাশির যোগফল নির্ণয় কর।
গ. উপরোক্ত রাশিটিকে সংখ্যারেখার সাহায্যে যোগ নির্ণয় কর ।
২. নিচের চিত্রে A B C D আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ।M,BC এর মধ্য বিন্দু ।ছায়াকৃত অংশের ক্ষেত্রফল কত?
৩.একটি ট্রাকের দৈর্ঘ্য ,প্রস্থ ও উচ্চতা যতাক্রমে ১০ ফুট , ৮ ফুট ও ৬ফুট । ট্রাকটিকে পূর্ণ করার জন্য ২ ফুট ধারাবিশিষ্ট ১০ টি ঘনকাকৃতির কার্টন ব্যবহার করা হলো ।
ক. উদ্দীপকে উল্লিখিত সবগুলো কার্টন কাগজ দিয়ে মোড়াতে হলে সর্বমোট কী পরিমাণ কাগজ লাগবে ।
খ. উক্ত ট্রাকটি পূর্ণ করতে ৫ ফুট দৈর্ঘ্য , ৪ ফুট প্রস্থ ও ৪ ফুট উচ্চতাবিশ্ষ্টি আরও কয়টি আয়তাকৃতির কার্টন প্রয়োজন হবে?
৪. একটি কাগজের প্যাকেট ৩০ সেমি দৈর্ঘ্য ও ২০ সেমি প্রস্থ বিশিষ্ট ২০০টি কাগজ রয়েছে। সবগুলো কাগজের পুরুত্ব একত্রে ৪ সেমি এবং ওজন ৮০০ গ্রাম ।
ক. প্রতিটি কাগজের আয়তন নির্ণয় করো।
খ. প্রতিটি কাগজের একক ক্ষেত্রফলের ওজন নির্ণয় করো
৫.একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য ৫ সেমি ,১২ সেমি এবং ১৩ সেমি ।
ক. আনুপাতিক চিত্র অঙ্কন কর।
খ. সমকৌণিক কিছু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    377 Views
    by shohag
    0 Replies 
    375 Views
    by shihab
    0 Replies 
    230 Views
    by romen
    0 Replies 
    98 Views
    by shohag
    0 Replies 
    236 Views
    by shohag

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]