- Tue Oct 21, 2025 8:06 pm#8963
১. সন্ধি বিচ্ছেদ করুন:
ক.প্রচ্ছদ = প্র+ছদ
খ. দুষ্পাচ্য = দুঃ + পাচ্য
গ. বনস্পতি = বন + পতি
ঘ. উচ্চারণ = উৎ +চরণ
ঙ. শুদ্ধোদন = শুদ্ধ + ওদন।
২. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
ক. পরোক্ষ – অক্ষির অগোচরে = অব্যয়ীভাব সমাস
খ. অন্তরীপ – অন্তর্গত অপ যার = নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
গ. বিপদাপন্ন – বিপদকে আপন্ন = ২য়া তৎপুরুষ সমাস
ঘ. গৃহান্তর – অন্যগৃহ = নিত্য সমাস।
৩. বাগধারাগুলোর অর্থসহ বাক্য গঠন করুন:
ক. চাঁদের হাট (প্রিজনের সমাগম): চৌধুরী সাহেবের একমাত্র ছেলের বিয়েতে চাঁদের হাট বসেছে।
খ. সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক): সাক্ষী গোপালের মতো বসে না থেকে কিছু একটা বলো।
গ. কলির সন্ধ্যা (দুর্দিনের সূত্রপাত হওয়া): হঠাৎ বাবার মৃত্যুতে তার এখন কলির সন্ধ্যা নেমে এসেছে।
ঘ. কেবলা হাকিম (অনভিজ্ঞ): তোমার মতো কেবলা হাকিমকে দিয়ে এ কাজ হবে না।
৪. বিভক্তিসহ কারক নির্ণয় করুন:
ক. গাছ থেকে পাতা পড়ে – অপাদানে পঞ্চমী
খ. দেশের জন্য প্রাণ দাও – সম্প্রদানে চতুর্থী
গ. পুকুরে মাছ আছে – অধিকরণে ষষ্ঠী
ঘ. ছেলেকে ডাক – কর্মে দ্বিতীয়া।
৫. এককথায় প্রকাশ করুন:
ক. যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি।
খ. অন্তিমকাল উপস্থিত যার = মুমূর্ষ।
গ. যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।
৬. দু’টি করে সমার্থক শব্দ লিখুন:
ক. কেশ = চুল,অলক
খ.ময়ূর = কলাপী, কেকা
গ. কোকিল = পরভূত, পিক।
৭. সংক্ষেপে উত্তর লিখুন:
ক. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত?
উত্তর: ৬৫০ – ১২০০ খ্রিষ্টাব্দ।
খ. রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে?
উত্তর: চন্দ্রাবতী।
গ. চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন?
উত্তর: মুকুন্দরাম চক্রবর্তী।
ঘ. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?
উত্তর: দৌলত কাজী।
সংগৃহীত:-
ক.প্রচ্ছদ = প্র+ছদ
খ. দুষ্পাচ্য = দুঃ + পাচ্য
গ. বনস্পতি = বন + পতি
ঘ. উচ্চারণ = উৎ +চরণ
ঙ. শুদ্ধোদন = শুদ্ধ + ওদন।
২. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
ক. পরোক্ষ – অক্ষির অগোচরে = অব্যয়ীভাব সমাস
খ. অন্তরীপ – অন্তর্গত অপ যার = নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
গ. বিপদাপন্ন – বিপদকে আপন্ন = ২য়া তৎপুরুষ সমাস
ঘ. গৃহান্তর – অন্যগৃহ = নিত্য সমাস।
৩. বাগধারাগুলোর অর্থসহ বাক্য গঠন করুন:
ক. চাঁদের হাট (প্রিজনের সমাগম): চৌধুরী সাহেবের একমাত্র ছেলের বিয়েতে চাঁদের হাট বসেছে।
খ. সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক): সাক্ষী গোপালের মতো বসে না থেকে কিছু একটা বলো।
গ. কলির সন্ধ্যা (দুর্দিনের সূত্রপাত হওয়া): হঠাৎ বাবার মৃত্যুতে তার এখন কলির সন্ধ্যা নেমে এসেছে।
ঘ. কেবলা হাকিম (অনভিজ্ঞ): তোমার মতো কেবলা হাকিমকে দিয়ে এ কাজ হবে না।
৪. বিভক্তিসহ কারক নির্ণয় করুন:
ক. গাছ থেকে পাতা পড়ে – অপাদানে পঞ্চমী
খ. দেশের জন্য প্রাণ দাও – সম্প্রদানে চতুর্থী
গ. পুকুরে মাছ আছে – অধিকরণে ষষ্ঠী
ঘ. ছেলেকে ডাক – কর্মে দ্বিতীয়া।
৫. এককথায় প্রকাশ করুন:
ক. যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি।
খ. অন্তিমকাল উপস্থিত যার = মুমূর্ষ।
গ. যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।
৬. দু’টি করে সমার্থক শব্দ লিখুন:
ক. কেশ = চুল,অলক
খ.ময়ূর = কলাপী, কেকা
গ. কোকিল = পরভূত, পিক।
৭. সংক্ষেপে উত্তর লিখুন:
ক. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত?
উত্তর: ৬৫০ – ১২০০ খ্রিষ্টাব্দ।
খ. রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে?
উত্তর: চন্দ্রাবতী।
গ. চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন?
উত্তর: মুকুন্দরাম চক্রবর্তী।
ঘ. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?
উত্তর: দৌলত কাজী।
সংগৃহীত:-
