Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#8943
• মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম – প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
• কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় – বিজলী।
• ’ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি’ -এককথায় – জিতেন্দ্রিয়।
• ’হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিও না’-বাক্যটিতে ’পা’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে – অবজ্ঞা করা।
• ’একজন এসে খবরটা দিল।’-বাক্যটিতে ‘একজন’- সর্বনাম পদ।
• ’নদী’ শব্দটি যে লিঙ্গের উদাহরণ – স্ত্রী লিঙ্গ।
• ’হর্ষ’ শব্দের বিপরীত শব্দ – বিষাদ।
• বাংলায় মৌলিক স্বরধ্বনি – ৭টি।
• কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ – সোনালী কাবিন।
• একাধিক বর্ণযুক্ত হয়ে – বর্ণতৈরি হয়। - যুক্ত।
• মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস – জোসনা ও জননীর গল্প।
• গুণবাচক বিশেষ্য – সততা।
• ’কবর’ কবিতা ও ‘কবর’ নাটকের রচয়িতা যথাক্রমে – জসীমউদ্দীন ও মুনির চৌধুরী।
• ’সংলাপ’ শব্দের সটিক সন্ধি বিচ্ছেদ – সম্ + লাপ।
• ’খাতক’ শব্দের বিপরীত শব্দ – মহাজন।
• ’কাবুলিওয়ালা’ গল্পটি লিখেছেন – রবীন্দ্রনাথ ঠাকুর।
• ’ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ – ষট্ + ঋতু।
• যে কবি ‘কবিশেখর’ উপাধিতে ভূষিত হয়েছিলেন – কালিদাস রায়।
• যিনি বক্তৃতা দানে পটু-তাকে এককথায় বলে – বাগ্মী।
• ’আমি কিংবদন্তীর কথা বলছি’ -এর রচয়িতা – আবু জাফর ওবায়দুল্লাহ্।
• ’সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ – পয়োধি ও পাথার।
• বাংলা ছোট গল্পের জনক – রবীন্দ্রনাথ ঠাকুর।
• ’মহাযাত্রা’ যে শ্রেণির শব্দ – যোগরূঢ়।
• ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো – বি + অর্থ।
• আরবি-ফারসি শব্দ মিশ্রিত কাব্যকে যে ধরনের সাহিত্য বলে – পুঁথি সাহিত্য।
• ’নিন্দা করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন – জুগুপ্সা।
• ড. মুহম্মদ শহীদুল্লাহর রচিত ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থ – বাংলা সাহিত্যের কথা।
• ’এ মাটি সোনার বাড়া’ -এ উদ্ধতিতে ‘সোনা’ যে অর্থে ব্যবহার করা হয়েছে – বিশেষণের অতিশায়ন।
• বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য – মেঘনাদবধ কাব্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1499 Views
    by rafique
    0 Replies 
    10146 Views
    by Romana
    0 Replies 
    2376 Views
    by shohag
    0 Replies 
    10274 Views
    by romen
    0 Replies 
    13572 Views
    by apple

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]