Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5981
১.ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
-৬৫,৫৩৬ টি।
২.মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ যায় কোথায়?
-প্রেরক-গ্রাহক টাওয়ারে।
৩.টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
-স্যামুয়েল হাস্ট।
৪.মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম কী?
-বিং।
৫.নেটওয়ার্কের ডিভাইসসমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট হলো কী?
-হাব।
৬.ইন্টারনেট চালুর বছর কোনটি?
-১৯৬৯
৭.বর্তমানে কোন প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে করে টেলিফোন করা যায় তার নাম কী?
-ভয়েস ওভার আইপি।
৮.কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
-রিড।
৯.মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
-১৯৭১ সালে।
১০.মনিটর, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর ইত্যাদি কী?
-আউটপুট ডিভাইস।
১১.বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কী?
-বিট।
১২.বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯৯০ সালে।
১৩.কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?
-পুনরাবৃত্তিমূলক কাজ।
১৪.কম্পিউটারের নেটওয়ার্ক তৈরি করতে কোনটি দরকার?
-হাব
১৫.কম্পিউটারের জনক কে?
-চার্লস ব্যাবেজ।
১৬.কোন ডিভাইস কোনো সংকেতকে চিহ্নিত করতে পারে?
-সেন্সর।
১৭.কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পাথকে কী বলে?
-বাস।
১৮.কম্পিউটারের মনিটরে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কী?
-পিক্সেল।
১৯.পেশাজীবীদের সামাজিক যোগাযোগের বিশেষ ওয়েবসাইট কী?
-লিংকডইন।
২০.জনপ্রিয় যোগাযোগ মাধ্যম টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়?
-২০০৬ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    306 Views
    by rafique
    0 Replies 
    307 Views
    by raihan
    0 Replies 
    889 Views
    by tamim
    0 Replies 
    738 Views
    by raja
    0 Replies 
    663 Views
    by mousumi

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]