Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5848
১.ঈ-প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি?
-ছাত্রী
২.’বৃক্ষ’ শব্দের সমার্থক নয় কোনটি?
-অম্বু
৩.ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কী?
-মোসাহেব
৪.যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে?
-ভূতপূর্ব।
৫.কোনটি যোগরূঢ় শব্দ?
-পঙ্কজ
৬.অমরা শব্দের অর্থ কী?
-স্বর্গ।
৭.বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ-বিন্যাসই হলো –
-আসত্তি
৮.প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
-প্রতি+উষ।
৯.দশে মিলে করি কাজ-এখানে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
-কর্তৃকারকে ৭মী।
১০.ফি-বছর এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
-বছর বছর
১১.পর্বত এর বিশেষন কোনটি?
-পার্বত্য
১২.শুদ্ধ বানান কোনটি?
-শিরঃপীড়া।
১৩.কোন বানানটি শুদ্ধ?
-কুজ্ঝটিকা
১৪.যুগসন্ধিকালের কবি বলা হয় কাকে?
-ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
১৫.কাজটা ভালো দেখায় না এটি কোন বাচ্যের উদাহরণ?
-কর্মকর্তৃবাচ্য।
১৬.নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
-ছাপা+খানা
১৭.প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের?
-সাধারণ অতীত।
১৮.মৌলিক শব্দ কোনটি?
-গোলাপ
১৯.খাটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?
-অবেলা।
২০.কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত হয়?
-মা. শিশুটিকে হাসান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    360 Views
    by tasnima
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    903 Views
    by tamim
    0 Replies 
    490 Views
    by mousumi
    0 Replies 
    569 Views
    by shihab

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]