Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2376
পূর্ণমান ৮০
🕑সময় ১ ঘন্টা ২০ মিনিট

[বিঃদ্রঃ-প্রতিটি সঠিক উত্তররের জন্য ১ নাম্বার আর প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ কাটা হবে (.২৫×৪=১)]

১। FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ১৯০৫
খ) ১৯০৪
গ)১৯২৪
ঘ)১৯১৪

২। "গম্ভীর ধ্বনি" এর বাক্যসংকোচন করুন।
ক) মন্দ্র
খ) মর্মন্তুদ
গ) মধুপ
ঘ) মন্ত্র

৩। "মহা পৃথীবী" কার কাব্যগ্রন্থ লেখা?
ক) ফররুখ আহমদ
খ) জীবনানন্দ দাশ
গ) গোলাম মোস্তফা
ঘ)জসীমউদ্দীন

৪। ৬৫° পূরক কোণের পরিমাণ কত?
ক) ১৩৫°
খ) ১২৫°
গ) ২৫°
ঘ) ৩৫°

৫. He is a (better) worker than I.
a) adverb
b) verb
c) noun
d) adjective

6. Choose the correct sentence?
a) he was hunged for murder
b) he has been hunging for murder.
c) he was hanged for murder
d) he has been hunged for murder.

৭। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে?
ক) ১ মার্চ ১৯৯৩
খ) ১ এপ্রিল ১৯৯৩
গ) ১ জানুয়ারী ১৯৯৩
ঘ) ১ ফেব্রুয়ারি ১৯৯৩

৮। উচাটন" এর বিপরীত শব্দ কোনটি?
ক) ঊর্ধ্বটান
খ) প্রশান্ত
গ) উঁচুনিচু
ঘ) উওাল

৯। যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারী হয়, তবে ৫০ ঘন সে. মি. কাঁচের ওজন কত?
ক) ১০০ গ্রাম
খ) ১৭৫ গ্রাম
গ) ৫০০ গ্রাম
ঘ) ১০০০ গ্রাম

১০। ২য় বিশ্ব যুদ্ধের সময় পার্ল হারবার আক্রমণ করেছিলো কোন দেশ?
ক) রাশিয়া
খ) ইতালি
গ) জার্মানী
ঘ) জাপান

11. Frustration results ---- violence.
a)in
b) at
c) with
d) of

১২। কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১৫% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিলো?
ক) ৫৭০০
খ) ৫৫০০
গ) ৬৩০০
ঘ) ৬০০০

১৩। জুলি ও কুরি একজন বিখ্যাত --
ক) শিল্পী
খ) সাহিত্যিক
গ। কবি
ঘ। বৈজ্ঞানিক

১৪। ঈষৎ পাংশুবর্ণ- এর বাক্য সংকোচন --
ক) পীত
খ) কয়রা
গ) ধূসর
ঘ) আরক্ত

১৫. DOT MATRIX is a kind of :
a) software
b) printer
c) scanner
d) operating system

১৬। কোনটি সন্ধিজাত শব্দ?
ক। উন্মনা
খ। দখিনা হাওয়া
গ। মিনতি
ঘ। ফাল্গুন

১৭। pm বলতে কি বুঝায়?
ক। p কে m এর সূচক
খ। m কে p এর সূচক
গ। p, m এর লগ
ঘ। p কে m এর ভিওি

১৮। বাকু কোন দেশের রাজধানী?
ক) লাটভিয়া
খ) রাশিয়া
গ) আজারবাইজান
ঘ) উজবেকিস্তান

১৯। মুক্তিযোদ্ধা দিবস কবে?
ক। ১ ডিসেম্বর
খ। ৭ মার্চ
গ।২৬ মার্চ
ঘ। ২৪ নভেম্বর

২০। পঞ্চম স্বর"- এর অর্থ কি?
ক।কোকিল এর সুরলহরী
খ। পল্লব
গ। পায়ের পাতা
ঘ। দেবতার আরাধনা

২১। LAN কার্ড এর অপর নাম কি?
a) network interface card
b) internet card
c) local align network
d) net connector.

22। who wrote the book '"Paradise Regained"?
a) John Keats
b) William Blake
c) Shelly
d) John Milton

২৩। একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
ক) ৩১.৪১৬ বর্গ ইঞ্চি
খ) ৭৮.৫৪ ইঞ্চি
গ) ৩১৪.১৬ ঘন ইঞ্চি
ঘ) ৫২৩.৬০ ঘন ইঞ্চি

২৪। নিচের কোন শব্দে "ণ" এর ভুল প্রয়োগ রয়েছে?
ক। চাণক্য
খ। মাণিক্য
গ। গণ
ঘ।ক্রন্দন

২৫। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে?
ক। স্পিকার
খ।প্রধানমন্ত্রী
গ। রাস্ট্রপতি
ঘ। প্রধান বিচারপতি

২৬। বিদিত শব্দটার বিপরীত শব্দ কোনটি?
ক। গৃহিত
খ। বিদীর্ণ
গ।বিসর্জন
ঘ। অজ্ঞাত

২৭। মুক্তা হলো ঝিনুকের??
ক। খোলসের টুকরা
খ।চোখের মণি
গ। প্রদাহের ফল
ঘ।জমাট হরমোন

২৮। "সুরঞ্জনা ওইখানে যেওনাকো তুমি" কে বলেছে?
ক।কামিনি রায়
খ।সুকান্ত ভট্টাচার্য
গ।বুদ্ধদেব বসু
ঘ। জীবনানন্দ দাশ

30. what is the masculine form pf" Bee"?
a) stage
b) colt
c) hart
d) drone

30. The spirit of Islam" লেখক কে?
ক। মীর মোশাররফ হোসেন
খ। হাজী শরীয়তুল্লাহ
গ।সৈয়দ ইলিয়াস
ঘ।সৈয়দ আমীর আলী

৩১। সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম?
ক। পাবলো পিকাসো
খ। লিওনার্দো ভিঞ্চি
গ। মাইকেল জ্যাকসন
ঘ। ভিনসেট ভ্যানগণ

৩২। ২৫৩° কোণকে কি কোণ বলে?
ক। সূক্ষ্ণকোণ
খ। স্থূলকোণ
গ। পূরককোণ
ঘ। প্রবৃদ্ধকোণ

৩৩। ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
ক) ৫%
খ)১০%
গ)১২%
ঘ)১৭%

৩৪। " এমন ছেলে আর দেখিনি" বাক্যে নিম্নরেখ শব্দটা কোন কারকে কোন বিভক্তি?
ক। কর্তায় শূন্য
খ। কর্মে শূন্য
গ।অপাদানে শূন্য
ঘ।অধিকরণে শূন্য

35. "Indigenous "- is meaning of ??
a) foreign
b) native
c) local
d) remote

36. The --- board has deleted a number of scenes.
a) censer
b) censar
c) censor
d) চেন্সুর

৩৭। চিন্তার সাথে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়--
ক। সেরিব্রাম
খ। সেরিবেলাম
গ। মেডুলা
ঘ। স্পাইনাল কর্ড

৩৮। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
ক। সুইজারল্যান্ড
খ।ইংল্যান্ডে
গ।ব্রাজিল
ঘ। রোম

৩৯। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়" কারণ কি?
ক। প্রতিসরণ
খ। আলোর বিচ্ছুরন
গ। অপবর্তন
ঘ। দৃষ্টিবিভ্রম

৪০। BARD বলতে কি বুঝায়?
a) Better Association for Rural Development
b) Bangladesh Association for Rural Development
c) Bangladesh Advancement for Rural Development
d) Bangladesh Academy for Rural Development

41: ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি?
ক। বর্ধমান হাউস
খ। লালবাগের কেল্লা
গ। আহসান মন্জিল
ঘ।বড় কাটরা

৪২। কোন বানানটি শুদ্ধ?
a) bouquete
b) bouquet
c) bouquette
d) boquet

43. "He took me there"" the passive voice is --
a) I was taken there by him
b I was to be taken there by him
c) I should be taken there by him
d) He was trying to take me there.

৪৪। রান্না এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক।রান + না
খ। রাধ+ না
গ। রান্ন+ আ
ঘ। রাঁধ্+ না

৪৫। কোনটি খাটি বাংলা উপসর্গ?
ক। অজ
খ। অতি
গ। ফি
ঘ।খাস

৪৬। "নির্মল" শব্দের বিপরীত শব্দ?
ক।অনির্মল
খ। পঙ্কিল
গ। অপরিস্কার
ঘ। নোংরা

47. which is adjective?
a) special
b)laugh
c) crime
d) miser

৪৮। মুক্তি যুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক। জাহান্নাম হইতে বিদায়
খ। জননী
গ।কর্ণফুলী
ঘ। সূর্য দিঘল বাড়ি

৪৯। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে?
ক) ১১৫
খ) ১২০
গ) ১১০
ঘ) ১১৭

৫০। ১ ঘন্টা ২০ মিনিট ৪ ঘন্টার কত অংশ?
ক) ১/৪
খ) ৩/৪
গ) ১/৩
ঘ) ২/৩

৫১। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়?
ক) ১০ এপ্রিল ১৯৭১
খ) ১৭ এপ্রিল ১৯৭১
গ) ২৬ মার্চ ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২

৫২। সুইডেন এর মুদ্রার নাম কি?
ক) পাউন্ড
খ) ডলার
গ) ক্রোনা
ঘ) গিলো

৫৩। কোনটি বাংলা ধাতু?
ক। কৃ
খ।মাগ্
গ।গম্
ঘ।কাট্

৫৪ ০.১ এর বর্গমূল কত?
ক) ০.২৫
খ) কোনটিই না
গ) ০.১
ঘ) ০.০১

55. what is the antonym of "hybrid"?
a) simple
b)productive
c) purebred
d) raised

৫৬। কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
ক। ফ্রন্স
খ। চীন
গ। জাপান
ঘ।কানাডা

৫৭। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
ক।মেহগনি
খ।ইউক্যালিপটাস
গ। নারিকেল
ঘ।বৈলাম

৫৮। ANZUS কোন ধরনের সংগঠন?
ক। অর্থনৈতিক
খ। রাজনৈতিক
গ।সামরিক
ঘ।আঞ্চলিক

৫৯। Dead Sea কোথায় অবস্থিত?
ক। ইরাক ও জর্ডানের মধ্যে
খ। মিশর ও জর্ডানের মধ্যে
গ।ইরাক ও তুরস্কের মধ্যে
ঘ। ইসরায়েল ও জর্ডানের মধ্যে

৬০। পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি?
ক। পাহাড়ের উপর
খ। মেরু অঞ্চলে
গ।বিষুব অঞ্চলে
ঘ।খনির ভিতরে

৬১। সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়--
ক।নীল আলোতে
খ। বেগুনী আলোতে
গ।লাল আলোতে
ঘ।সবুজ আলোতে

৬২। IC চিপ দিয়ে তৈরি করা প্রথম ডিজিটাল কম্পিউটার --
a) Intell 4004
b) DDP-1
c) Mark- I
d) Altair -8800

৬৩। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল??
ক। সালফার
খ। জিপসাম
গ।খনিজ লবণ
ঘ।সোডিয়াম

৬৪। Natural protein এর কোড নাম--
a) p-49
b)p- 51
c) p- 59
d) p-54

৬৫। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হল এবং প্রস্থ ২০% কমানো হল। ক্ষেএফল--
ক) ৪% কমবে
খ) ৪% বাড়বে
গ) ২% কমবে
ঘ) অপরিবর্তিত থাকবে।

৬৬। কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত--?
ক)৩
খ) ৫
গ) ২৫/৯
ঘ)২২/৭

৬৭। কান্নায় শোক কমে" বাক্যে " কান্নায়" কোন কারক?
ক। করণ কারক
খ।অপাদান কারক
গ। সম্প্রদান কারক
ঘ। অধিকরণ কারক

৬৮। কোন শব্দটা তৎসম শব্দ?.
ক।কালি- কলম
খ।মধুমাখা
গ।দশানন
ঘ।মাতাপিতা

69. the synonym of the word"" pitfall"" is--
a) opportunity
b) artist
c) shortcoming
d) Enduring

70. I count --- help.
a) for
b) upon
c) with
d) by

71. Who can do it"" -- passive?
a) By whom it can be done.
b By whom can it be do.
c) By whom can it be done
d) By whom can it be did.

৭২। কোনটি সামান্তরিকের ক্ষেএফলের সূত্র?
ক) ১/২ ( ভুমি × উচ্চতা)
খ) দৈর্ঘ্য × প্রস্থ
গ) ২( দৈর্ঘ্য+ প্রস্থ)
ঘ) ভূমি × উচ্চতা

৭৩। x+y=17 এবং xy= 60 হলে (x–y)² = কত?
ক) 7
খ) 8
গ) 9
ঘ) 10

74. (x–5)(a+x)= x²–25 হলে a এর মান কত?
ক) 25
খ) –25
গ) 5
ঘ)–5

75. যদি a: b= 3:2 এবং b:c= 7:6 হয়,তবে c:a=?
ক) 2:6
খ) 3:7
গ) 2:7
গহ) 4:7

৭৬। বাংলা ভাষায় প্রথম নাটক কোনটি?
ক। কবর
খ।শর্মিষ্ঠা
গ। ভদ্রার্জুন
ঘ। নীল দর্পন

77. choose the correctly spelt word--
a) accelerate
b) accilerate
c) accelarate
d) accilarate

৭৮। মহর্ষি কোন সমাস?
ক। কর্মধারয়
খ।দ্বন্দ্ব
গ। তৎপুরুষ
ঘ।দ্বিগু

৭৯। একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
ক) ৩৬
খ) ৭২
গ) ১২০
ঘ) কোনদিনও না।

৮০। রংধনু সৃষ্টির বেলায় পানির কণা গুলো --
ক। দর্পনের কাজ করে
খ। প্রিজমের কাজ করে
গ। লেন্স এর কাজ করে
ঘ।আতসী কাঁচের কাজ করে।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5737 Views
    by bdchakriDesk
    1 Replies 
    1139 Views
    by tasnima
    0 Replies 
    1243 Views
    by sajib
    0 Replies 
    1457 Views
    by rajib
    0 Replies 
    527 Views
    by shohag

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]