Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#6943
১. অলিম্পিক গেমসের উৎপত্তি হয় গ্রিসে।
২. অলিম্পিক গেমসের সূচনা ঘটে খ্রিস্টপূর্বে অষ্টম শতাব্দীতে।
৩. অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী ব্যারন পিয়ারে দ্য কুবার্তা।
৪. আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়ারে দ্য কুবার্তা।
৫. আধুনিক অলিম্পিকের অপর নাম গ্রীষ্মকালীন অলিম্পিক।
৬. আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর।
৭. আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ১৮৯৬ সালে।
৮. প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় ৬ এপ্রিল ১৮৯৬ সালে এথেন্স, গ্রিস।
৯. প্রথম আধুনিক অলিম্পিকে অংশগ্রহণকারী দেশ ১৩ টি।
১০. অলিম্পিক ম্যারাথনের দৈর্ঘ্য ২৬ মাইল ৩৮৫ গজ।
১১. নারীরা যে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে।
১২. শীতকালীন অলিম্পিকের জন্ম তুষার ও বরফের বিভিন্ন খেলা কে উৎসাহ দানের জন্য।
১৩. শীতকালীন অলিম্পিক প্রথম অনুষ্ঠিত হয় ১৯২৪ সালে শ্যামোনিক্স,ফ্রান্সে।
১৪. প্যারা অলিম্পিক আয়োজিত হয় প্রতিবন্ধীদের জন্য।
১৫. অলিম্পিকে সর্বোচ্চ পদকজয়ী মাইকেল ফেলপস।
১৬. এশিয়ায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালে জাপানে ।
১৭. আধুনিক অলিম্পিকের পতাকায় পাঁচটি রং রয়েছে।এ পতাকায় সাদা পটভূমির উপর পাঁচটি বৃত্ত পাঁচটি মহাদেশকে নির্দেশ করে।
-ইউরোপের জন্য নীল
-এশিয়ার জন্য হলুদ
-আফ্রিকার জন্য কালো
-আমেরিকার জন্য সবুজ
-ওশেনিয়ার জন্য লাল
১৮. প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়?১৯৩০ সালে,কানাডায়।
১৯. কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় চার বছর পর পর।
২০. ২২ তম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে ২০২২ এ ইংল্যান্ডে।
২১. প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে দিল্লি ভারতে।
২২. ১৯ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে ২০২২ সালে, চীনে।
২৩. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে কাঠমান্ডু, নেপাল।
২৪. সাফ গেমস এর বর্তমান নাম সাউথ এশিয়ান গেমস ।
২৫. সাফ গেম অনুষ্ঠিত হয় ২ বছর পর পর।
    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]