Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1420
১। জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত সর্বশেষ শুল্ক স্টেশন কোনটি?
উত্তরঃ রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা।

২। পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নতুন নাম কি?
উত্তরঃ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড়।

৩। ৬ষ্ঠ আদমশুমারী ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৭-২৪ মার্চ ২০২১।

৪। ৬ষ্ঠ কৃষিশুমারি কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ৯-২০ জুন ২০১৯।

৫। পদ্মা সেতু প্রকল্পে কবে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয়?
উত্তরঃ ১৭ মে ২০১৯।

৬। ১৪ মে ২০১৯ কোন স্যাটেলাইট টেলিভিশন অুনমোদন দেয়া হয়?
উত্তরঃ টিভি টুডে।

৭। ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কি?
উত্তরঃ বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ।

৮। বর্তমানে দুর্গম ঘোষিত উপজেলা কতটি?
উত্তরঃ ১৬টি।

৯। সম্প্রতি সন্ধান পাওয়া ‘ফিকল ঝরনা’ কোথায় অবস্থিত?
উত্তরঃ কমলগঞ্জ, মৌলভীবাজার।

১০। দেশের ৭০১তম প্রজাতির পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Ficedula ruficauda

১১। বনবিভাগের তথ্যমতে, সুন্দরবনে বাঘের সংখ্যা বর্তমানে কতটি?
উত্তরঃ ১১৪ টি।

১২। ৩ মে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ফণী’র নামকরণ করেছে কোন দেশ?
উত্তরঃ বাংলাদেশ।

১৩। ‘ফণী’ শব্দের অর্থ কি?
উত্তরঃ সাপ বা ফণঅ তুলতে পারে এমন প্রাণী।

১৪। গবাদিপশু উৎপাদনের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১২তম।

১৫। জীবন বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন কত?
উত্তরঃ ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা।

১৬। সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন কত?
উত্তরঃ ১০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা।

১৭। বাংলাদেশ এবং ভারতের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ শ্যাম বেনেগাল (ভারত)।

Abbreviations

১৮। BCPCL – Bangladesh-China Power Company (Pvt.) Limited.
১৯। BIFPCL – Bangladesh-India Friendship Power Company (Pvt.) Limited.
২০। CHAMP – Counter-electronics High Power Microwave Advanced Missile Project.
২১। EMP – Electromagnetic Pulse.
২২। GMO – Genetically Modified Organism.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    761 Views
    by bdchakriDesk
    0 Replies 
    860 Views
    by masum
    0 Replies 
    3557 Views
    by apple
    0 Replies 
    4586 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4848 Views
    by bdchakriDesk

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]