Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#1308
প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে এতো ভালো একটা ভাইভার পরিবেশ পেয়েছি।
ব্যাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এস এম মনিরুজ্জামান স্যারের বোর্ডে আমার ভাইভা পড়েছিল।রুমে ঢোকার আগে তাই স্বভাবতই নার্ভাস ছিলাম,কারন খুব বেশী ভাইভা দেওয়ার অভিজ্ঞতা আমার নেই।তবে বোর্ডে উপস্থিত সবার আন্তরিকতায় আমার নার্ভাসনেস কেটে যায়।তবে জীবনের সবচাইতে ভালো রিটেন দিয়েছিলাম বলে খুব আশাবাদীও ছিলাম।তাই মাকে আগেই বলেছিলাম," চাকরিটা আমি পেয়ে যেতে পারি মা"।
বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছিল-
১. আপনার ইউনিভার্সিটির নাম কি
২.এটার লোকেশন কোথায়?
৩.এখন কি করছেন?
৪.আগের জব ছাড়লেন কেন,বেতন কত ছিল?
৫. আপনার কাজ কি ছিল?
৬. ড্রাগ রেজিস্ট্যান্স কি ব্যাখ্যা করুন?
৭. আগের জবের অভিজ্ঞতা এখানে কিভাবে কাজে লাগাবেন?
৮.হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কোন কোন ক্ষেত্রে লোন দেয়?
৯.আবাসন উন্নয়নের জন্য যে লোন দেয়া হয় সেটা কি রকম।
১০.কম্পিউটারের কোন কোন কাজ পারেন?
১১.বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচুর নাম কি,এটা কোথায় অবস্থিত?
১২.কার নামানুসারে এর নামকরন করা হয়েছে,তিনি কে ছিলেন,তার অবদান কি?
১৩.সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে?
১৪.বঙ্গবন্ধুকে কেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়?

আরও কিছু প্রশ্ন ছিল যা এই মুহুর্তে মনে পড়ছে না।তবে সবগুলি প্রশ্নের উত্তর ভালোভাবেই দিয়েছিলাম।ও হ্যা উনারা আরও জানতে চেয়েছিলেন যে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়তে আমার কত টাকা খরচ হয়েছিল।প্রকৃতপক্ষে আমার কোন খরচ লাগে নি,কারন আমার এসএসসি ও এইচএসসির রেজাল্ট।কর্তৃপক্ষ আমাকে ১০০% বৃত্তিতে( প্রতিমাসে প্রায় ১১০০০ টাকা) পড়াশোনার সুযোগ দিয়েছিল।
অবশেষে আমি আমার প্রথম পছন্দের প্রতিষ্ঠানেই সিলেক্টেড হয়েছি।
প্রিলি+রিটেন+ভাইভা+ধৈর্য্য= সাফল্য।

আমার এ লেখা যদি কারও উপকারে আসে এ চিন্তা থেকেই আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।
অবশেষে সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

‎Bakul Hossain Farhad
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    1 Replies 
    54 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    928 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]