Page 1 of 1

ভূমিকম্প হওয়ার আগেই পৃথিবীকে একবার কাপিয়ে দিতে শিখুন

Posted: Wed Dec 19, 2018 3:04 pm
by shanta
রব হলে থাকার সময় এক ভাইকে দেখতাম কতো আন্তরিকতার সাথেই না চাকুরীর এক্সাম গুলোতে এপ্লাই করতো । অনেক সময় নিয়ে সিভি তৈরি করে পাঠাতো । একটা থেকেও কোন উত্তর আসতো না ।
আমরা সবাই যখন বসে বসে বাংলাদেশের খেলা দেখতাম তখন সে নিবিষ্ট মনে নিজের রুমে বসে পড়াশুনা করতো ।
এইরকম ট্রায়াল খুব কম মানুষই দিতে পারে । এইটা সবার কাজ না । জিজ্ঞেস করলাম , আপনি এরকম জীবন মরন পড়াশুনা না করলেও পারেন ।
উনি বলতেন , ভাইরে যে দুঃখ জীবনে পাইসি সেটা কখনো ভুলতে পারি না ।
সেটা কি ?
স্যারের কাছে গিয়েছিলাম একটা রিসার্চ ওয়ার্ক করতে । টিমে ১০ জন ছিলাম । আমার রেজাল্ট কম বলে স্যার আমাকে বাদ দিয়ে ৯ জনের টিম করেছে !!
আমি তাই টার্গেট করেছি যে ৯ জনকে স্যার আমার উপরে রেখেছে আমি তাঁদেরকে টপকাবো । আজকে না পারি , কাল তো পারবো । কাল না পারলে পরশু ? পরশু না পারলে তার পরের দিন । না হইলে এই বছর । না হইলে ১০ বছর পর । ঠিকাছে ?
আমি জানি সে টপকাতে পারবে ।
একটা সময় গিয়ে সাকিবের বোলিং আর মুশফিকের ব্যাটিং কোনটাই ভালো লাগবে না ।
ভালো লাগবে না ফেসবুকের ইনবক্সটা ।
মেয়েদের পিক দেখে এক সময় লাভ রিএক্ট দিলেও একটা সময় গিয়ে দেখবেন এগুলো অনাসেয়ে স্কিপ করতে পারছেন আপনি ।
জীবনটা তোমাকে ধাক্কা দিয়ে গেছে ।
না চাইতেই নিজের ভুলে অনেকের পেছনে পড়ে গেছো । জীবনটা কোন রেস না । কিন্তু কেউ যদি রেসের দিকে ঠেলেই দেয় তাহলে সেই রেসকে জয় করে নেয়াটাই আসল যোগ্যতা ।
হাজার ভোল্টের থান্ডারের মতো আঘাত করতে শিখুন । কেউ যদি শুধু একটা বিসিএসে টিকে ক্যাডারশিপ নিয়ে অহংকার দেখায় আপনার সাথে তাহলে আপনি দুইটা বিসিএসে টিকে নিজের পছন্দ মতো ক্যাডারশিপ নিয়ে তার অহংকার মিশিয়ে দেন ।
ফেইস করেতে পারাটাই আসল ব্যাপার ।
ভূমিকম্প হওয়ার আগেই পৃথিবীকে একবার কাপিয়ে দিতে শিখুন । নিজের ভাগ্য নিজে লিখতে শিখুন ।
ফাস্ট বয় যেটা করতে পারে নাই তুমি সেটা করে দেখাও ।
সেরা প্রতিষ্ঠানের সেরা ছেলেটা যেটা করার স্বপ্ন দেখে না ,তুমি ঠিক ওইটাই করো । দেখবা সবাই কেপে যাবে ।
অন্যের গফের সাথে ফ্লার্ট করার চিন্তা বাদ দিয়ে এমন কিছু করো যেন অন্যের গফ এসে তোমার সাথে ফ্লার্ট করে । তোমাকে সমীহ করে । তোমাকে গোনায় ধরে ।
জীবন তো একটাই !!
সব তো হারালেন । আর তো হারানোর কিছু নাই । অতএব ...শুরু হোক জয়যাত্রা

Courtesy:-
Arafat Abdullah (মধ্যরাতের অশ্বারোহী)