Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#152
১। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন।
—এখানে‘চট্টগ্রাম’ কোন কারক?
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. অধিকরণ কারক
ঘ. অপাদান কারক √

২। অধিকরণ কারক কয় প্রকার?
ক. দুই
খ. তিন √
গ. চার
ঘ. পাঁচ

৩। ভাবাধিকরণে সব সময় কোন
বিভক্তি যুক্ত হয়?
ক. পঞ্চমী
খ. ষষ্ঠী
গ. সপ্তমী √
ঘ. সবগুলো

৪। ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’ —‘সূর্যোদয়ে’ পদটি কোন কারকে কোন
বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. ভাবাধিকরণে সপ্তমী √
গ. কর্মে দ্বিতীয়া
ঘ. অধিকরণে পঞ্চমী

৫। ‘কান্নায় শোক মন্দীভূত হয়’—‘কান্নায়’ কোন কারক?
ক. অপাদান কারক
খ. কালাধিকরণ
গ. ভাবাধিকরণ √
ঘ. আধারাধিকরণ

৬। ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি কোনটি?
ক. কান্নায় শোক মন্দীভূত হয় √
খ. টাকায় টাকা হয়
গ. এ অধীনে দায়িত্বভার অর্পণ করো
ঘ. ওপরের কোনোটিই নয়

৭। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
ক. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
খ. একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি
গ. চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয় √
ঘ. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

৮। ‘এ দেহে প্রাণ নেই’—‘দেহে’ কোন
কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী বিভক্তি
খ. করণে সপ্তমী বিভক্তি
গ. সম্প্রদানে সপ্তমী বিভক্তি
ঘ. অধিকরণে সপ্তমী বিভক্তি √

৯। ‘বনে বাঘ আছে’—‘বনে’ কোন কারক?
ক. বৈষয়িক অধিকরণ
খ. ভাবাধিকরণ
গ. ঐকদেশিক অধিকরণ √
ঘ. অভিব্যাপক অধিকরণ

১০। ‘পুকুরে মাছ আছে’—‘পুকুরে’ কোন
প্রকার অধিকরণ কারক?
ক. ঐকদেশিক √
খ. অভিব্যাপক
গ. বৈষয়িক
ঘ. একটিও নয়

১১। ‘আকাশে চাঁদ উঠেছে’—‘আকাশে’
কোন অধিকরণ?
ক. অভিব্যাপক
খ. বৈষয়িক
গ. ঐকদেশিক √
ঘ. কালাধিকরণ

১২। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
ক. ঐকদেশিক √
খ. অভিব্যাপক
গ. বৈষয়িক
ঘ. ভাবাধিকরণ

১৩। ‘জমি থেকে ফসল পাই’—বাক্যটিতে
কোন অর্থে অপাদান ব্যবহৃত হয়েছে?
ক. জাত √
খ. গৃহীত
গ. রক্ষিত
ঘ. বিচ্যুত

১৪। নৌকা ঘাটে বাঁধা—‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে দ্বিতীয়া
খ. করণে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী √
ঘ. অপাদানে পঞ্চমী

১৫। ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’—এ
বাক্যে‘দুয়ারে’ শব্দটি কোন ধরনের
অধিকরণ?
ক. ভাবাধিকরণ
খ. ঐকদেশিক অধিকরণ √
গ. অভিব্যাপক অধিকরণ
ঘ. আধারাধিকরণ

১৬। সামীপ্য অর্থে কোন বাক্যে
ঐকদেশিক অধিকরণের প্রয়োগ হয়েছে?
ক. সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়
খ. রাজার দুয়ারে হাতি বাঁধা √
গ. খোকন অঙ্কে কাঁচা
ঘ. আকাশে চাঁদ উঠেছে

১৭। বাড়ি থেকে নদী দেখা যায়।
—‘বাড়ি থেকে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে পঞ্চমী
খ. কর্মে পঞ্চমী
গ. করণে পঞ্চমী
ঘ. অধিকরণে পঞ্চমী √

১৮। ‘সোনার খাঁচায় রাখব তোমায়’ —‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী
খ. অপাদানে সপ্তমী
গ. কর্মে শূন্য
ঘ. অধিকরণে সপ্তমী √

১৯। ‘খিলিপান দিয়ে ওষুধ খাবে।
’—‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোন
বিভক্তি?
ক. অধিকরণে তৃতীয়া √
খ. কর্তায় তৃতীয়া
গ. কর্মে তৃতীয়া
ঘ. করণে তৃতীয়া

২০। উদ্দীষ্ট বস্তু যদি সমগ্র আধার
ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে
তাকে কোন আধারাধিকরণ বলে?
ক. ঐকদেশিক
খ. অভিব্যাপক √
গ. বৈষয়িক
ঘ. সামীপ্য অর্থে ঐকদেশিক

২১। কোনটি অধিকরণ কারকে শূন্য
বিভক্তির উদাহরণ?
ক. তিনি ঢাকায় থাকেন
খ. বাবা বাড়ি নেই √
গ. সকালে সূর্য ওঠে
ঘ. ভোরে মোরগ ডাকে

২২। বাবা বাড়ি নেই—নিম্নরেখ পদটি
কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. কর্তায় শূন্য
গ. অধিকরণে শূন্য √
ঘ. অপাদানে দ্বিতীয়া

২৩। অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
ক. সব ঝিনুকে মুক্তা নেই
খ. গগনে গরজে মেঘ ঘন বরষা
গ. কূলে একা বসে আছি
ঘ. আজকে তোমায় দেখতে এলেম √

২৪। ‘এক থালাতে খাব মোরা’—বাক্যের
রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন
বিভক্তি?
ক. অধিকরণে সপ্তম √
খ. কর্মে প্রথমা
গ. করণে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী

২৫। সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে।
কারণ—
ক. কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না
খ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না √
গ. বিভক্তিযুক্ত হয় না
ঘ. কর্তা নিজে ক্রিয়া সমাধান করে

২৬। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে
থাকে?
ক. ‘য়’ বা‘তে’/য়
খ. ‘এ’ বা‘এতে’/এ
গ. ‘র’ বা‘এর’/র √
ঘ. ‘থেকে’ বা‘চেয়ে’/কে

২৭। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য
খ. ষষ্ঠী √
গ. দ্বিতীয়া
ঘ. চতুর্থী

২৮। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
ক. রাজার রাজ্য
খ. বাটির দুধ
গ. দেশের লোক
ঘ. রোজার ছুটি √

২৯। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
ক. রাজার রাজ্য
খ. বাটির দুধ
গ. দেশের লোক
ঘ. শরতের আকাশ √

৩০। ‘রাজার হুকুম’—এটি কোন ধরনের
সম্বন্ধ?
ক. কর্তৃ সম্বন্ধ √
খ. কর্ম সম্বন্ধ
গ. করণ সম্বন্ধ
ঘ. অপাদান সম্বন্ধ

৩১। অপাদান সম্বন্ধ কোনটি?
ক. রাজার হুকুম
খ. চোখের দেখা
গ. প্রভুর সেবা
ঘ. সাপের ভয় √

৩২। নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ?
ক. রাজার রাজ্য √
খ. ধনের অহংকার
গ. হাতির দাঁত
ঘ. মধুর মিষ্টতা

৩৩। কোন বাক্যে সম্বন্ধ পদ আছে?
ক. ফুলে ফুলে বাগান ভরেছে
খ. তাকে গ্রামে যেতে হয়
গ. আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে √
ঘ. সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়

৩৪। ‘সমিতিতে চাঁদা দাও। ’—এখানে
সমিতিতে কোন কারক?
ক. অপাদান কারক
খ. সম্প্রদান কারক √
গ. করণ কারক
ঘ. কর্তৃকারক

৩৫। কোনটি সম্প্রদান কারকে সপ্তমী
বিভক্তির উদাহরণ?
ক. ফুলে ফুলে ঘর ভরেছে
খ. পাগলে কি না বলে
গ. তিলে তেল হয়
ঘ. সমিতিতে চাঁদা দাও √

৩৬। ‘অন্ধজনে দেহ আলো। ’—নিম্নরেখ
পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে সপ্তমী
খ. কর্মে দ্বিতীয়া
গ. সম্প্রদানে সপ্তমী √
ঘ. সম্প্রদানে চতুর্থী

৩৭। ‘মসজিদে টাকা দাও’—
বাক্যে‘মসজিদে’ কোন কারকে কোন
বিভক্তি?
ক. কর্মে সপ্তমী
খ. সম্প্রদানে সপ্তমী √
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী

৩৮। ‘মৃতজনে দেহ প্রাণ’—নিম্নরেখ পদটি
কোন কারকের কোন বিভক্তি?
ক. কর্ম, দ্বিতীয়া
খ. কর্ম, সপ্তমী
গ. সম্প্রদান, চতুর্থী
ঘ. সম্প্রদান, সপ্তমী √

৩৯। কোন বাক্যটিতে নিমিত্তার্থে
চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখানো
হয়েছে?
ক. বাবাকে ভয় পাই
খ. ভিক্ষুককে ভিক্ষা দাও
গ. তাকে ডেকে আন
ঘ. ‘বেলা যে পড়ে এলো, জলকে চল’ √

৪০। ‘দুধ থেকে দই হয়’ —এখানে‘দুধ থেকে’ কোন অর্থে অপাদান?
ক. গৃহীত √
খ. জাত
গ. বিচ্যুত
ঘ. আরম্ভ

৪১। ‘শুক্তি থেকে মুক্তো মেলে’—
বাক্যটিতে নিম্নরেখ পদ কোন অর্থে
অপাদান কারক?
ক. বিচ্যুত
খ. জাত
গ. গৃহীত √
ঘ. রক্ষিত

৪২। ‘জাত’ অর্থে অপাদান কারক
কোনটি?
ক. জমি থেকে ফসল পাই √
খ. দুধ থেকে দই হয়
গ. মেঘ থেকে বৃষ্টি হয়
ঘ. শুক্তি থেকে মুক্তো মেলে

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক […]

    প্রতিষ্ঠাকাল থেকে শতভাগ পাশ ও ৭০% জিপিএ-৫ প্রাপ্তি[…]

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]