Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8647
প্রশ্ন: গুয়ান্তানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০০২ সালে।
প্রশ্ন: খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
উত্তর: যুক্তরাষ্ট্র। (বাংলাদেশ: ৭৬তম)।
প্রশ্ন: বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।
প্রশ্ন: বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল।
প্রশ্ন: বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: চীন।
প্রশ্ন: ‘সানডে টাইমস’ কোন দেশের সংবাদ মাধ্যম?
উত্তর: ব্রিটিশ।
প্রশ্ন: পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান
প্রশ্ন: ‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তর: তুরস্ক
প্রশ্ন: জিব্রাল্টার প্রণালি কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর: স্পেন ও মরক্কো
প্রশ্ন: চীনের (ক্যাথে) প্রথম রাজবংশের নাম- শিয়া রাজবংশ
উত্তর: চীনের রাজাদের বলা হত- Son of God
প্রশ্ন: চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয়
উত্তর: - ১৯১২ সালে।
প্রশ্ন: চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন
উত্তর: - সান ইয়াৎ সেন ।
প্রশ্ন: চীনের প্রজাতন্ত্রী বিপ্লব সংগঠিত হয়
উত্তর: - ১ অক্টোবর ১৯৪৯ সালে।
প্রশ্ন: গণ চীনের প্রতিষ্ঠাতা
উত্তর: মাও সে তুং।
প্রশ্ন: বর্তমান ক্ষমতাসীন 'চীনা কমিউনিস্ট পার্টি চীনের ক্ষমতগ্রহণ করে
উত্তর: - ১৯৪৯ সালে
প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম
উত্তর: - চীনা কমিউনিস্ট পার্টি ।
প্রশ্ন: চীনে ‘সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়
উত্তর: - ১৯৬৬ সালে, মাও সে তুং এর নেতৃত্বে।
প্রশ্ন: হংকং ও চীনের 'এক দেশ দুই নীতি' চালু থাকবে
উত্তর: ২০৪৭ সাল পর্যন্ত।
প্রশ্ন: চীনে ভোট দেওয়া ও সেনাবাহিনীতে যোগ দেওয়া
উত্তর: বাধ্যতামূলক।
প্রশ্ন: ব্রিটেন হংকংকে ১৫৬ বছর পর চীনের কাছে হস্তান্তর করে
উত্তর: - ১৯৯৭ সালে।
প্রশ্ন: পর্তুগাল ম্যাকাওকে ৪৪২ বছর পর চীনের কাছে হস্তান্তর করে-
উত্তর: ১৯৯৯ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    8478 Views
    by tamim
    0 Replies 
    9126 Views
    by apple
    0 Replies 
    8615 Views
    by rana
    0 Replies 
    4700 Views
    by rajib
    0 Replies 
    5627 Views
    by shohag

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]