Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8631
• আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ : মালদ্বীপ
• এশিয়ার কোন দেশে কোনো নদী নেই : সৌদি আরব
• এশিয়ার কোন দেশটিতে সমুদ্র বন্দর নেই : নেপাল, ভুটান ও আফগানিস্তান
• এশিয়ার বৃহত্তম সমভূমি : পশ্চিম সাইবেরিয়া
• এশিয়ার বৃহত্তম সমুদ্রবন্দর : হংকং বন্দর (চীন)
• এশিয়া তথা পৃথিবীর ভূস্বর্গ বলা হয় : কাশ্মীর
• এশিয়ার সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র : ইন্দোনেশিয়া
• এশিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন : সুন্দরবন
• এশিয়া তথা চীনের দুঃখ বলা হয় কোন নদীকে : হুয়াংহো নদী
• এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী : রবীন্দ্রনাথ ঠাকুর
• এশিয়ার কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় : থাইল্যান্ড
• এশিয়া তথা বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের : ভারত
• এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
• এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় : ভুটান
• এশিয়ার কোন দেশ যুক্তরাষ্ট্রের উপনিবেশ : ফিলিপাইন
• এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু : বেবা অন্তরীপ
• এশিয়া মাইনর বলা হয় কোন দেশকে : তুরস্ক
• এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী : সালউইন নদী
• এশিয়া মহাদেশের তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেষ্ট
• পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম : ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে
• এশিয়ার উষ্ণতম স্থানের নাম : পাকিস্তানের জেকোবাবাদ
• ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে বলা হয় : ইউরেশিয়া
• এশিয়া আফ্রিকা মহাদেশকে একত্রে বলা হয় : আফ্রোশিয়া
• এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে : লোহিত সাগর
• এশিয়ার সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেস্ট
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    21450 Views
    by rana
    0 Replies 
    36079 Views
    by rana
    0 Replies 
    9994 Views
    by rajib
    0 Replies 
    36514 Views
    by rana
    0 Replies 
    35783 Views
    by rana

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]