Page 1 of 1

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা ব্যাকরণ প্রশ্নঃ পর্ব ১৪

Posted: Tue Jan 21, 2025 9:22 pm
by shahan
 ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।
 সমাস কত প্রকার?-উঃ ৬ প্রকার।
 সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?-উঃ সংস্কৃত।
 জমাখরচ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?-উঃ ক. জমা ও খরচ ।
 কোনটি দ্বন্দ সমাসের উদাহরণ ?-উঃ ভাই ও বোন।
 কোনটি দ্বন্দ সমাসের উদাহরণ ?-উঃ দম্পতি ।
 কোন শব্দটি দ্বন্দ সমাস ?-উঃ দম্পতি।
 কোন দ্বন্দ সমাস?-উঃ হাটেবাজারে।
 কাঁচামিঠা –এর সঠিক ব্যাসবাক্য কোনটি?-যা কাঁচা তাই মিঠা।
 হাট বাজার কোন অর্থে দ্বন্দ?-উঃসমার্থে ।
 জয়া ও পতি সমাস করলে কি হয়?-উঃ দম্পতি।
 দম্পতি কোন সমাসের উদাহরণ ?-উঃ দ্বন্দ।
 নিচের কোনটি দ্বন্দ সমাস?-উঃ অহিনকুল।
 কোনটি দ্বন্দ সমাস ?-উঃ হাট বাজার।
 ছেলে-মেয়ে কোন প্রকার দ্বন্দ সমাস?-উঃ সাধারণ দ্বন্দ।
 বিশেষেণের সাথে বিশেষ্যর যে সমাস হয় তার নাম কি?-উঃ কর্মধারয়্
 কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?-উঃ পরপদ।
 কোনটি উপমতি কর্মধারয় –এর উদাহরণ?-উঃ করপল্লব।
 সাধারণগুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়- উঃ উপমতি কর্মধারয়।
 নিচের কোনটি কর্মধারয় সমাস?-উঃ খাসমহল ও রাজর্ষি।
 কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ?-উঃ একাদশ ।
 কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস ?-উঃ গুরুদেব।
 নিচের কোনটি কর্মধারয় সমাস ?-উঃ রাজর্ষি।
 কোনটি উপমতি কর্মধারয় সমাসের উদাহরণ নয?-উঃ ফুলকুমারী।