ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি
Posted: Fri May 24, 2024 2:32 am
ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডাকঘর:- ময়নামতি বাজার (৩৫২১), বুড়িচং, কুমিল্লা এর জন্য সরকারি বিধি মোতাবেক সর্বশেষ জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ অনুযায়ী নিম্নবর্ণিত প্যাটার্ণভুক্ত শূন্য পদে লোক নিয়োগ করা হবে।
০১পদের নাম:ল্যাব সহকারী (আইসিটি)
পদের সংখ্যা:০১
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি/সমমান বিজ্ঞান বিভাগে আইসিটি বিষয় সহ কমপক্ষে ২য় বিভাগ থাকতে হবে।
বেতন কোড:১৮
০২পদের নাম:পরিচ্ছন্নতা কর্মী
পদের সংখ্যা:০১
শিক্ষাগত যোগ্যতা:জে.এস.সি/জে.ডি.সি/সমমান পাশ
বেতন কোড:২০
আগ্রহী প্রার্থীকে রুপালী ব্যাংক ময়নামতি বাজার শাখার অনুকুলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সকল সনদ পত্র ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপিসহ সভাপতি বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে স্বহস্তে লিখিত আবেদন পৌঁছাতে হবে।
পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই।
মোঃ তারেক হায়দার, সভাপতি
সূত্র: ই-যুগান্তর
০১পদের নাম:ল্যাব সহকারী (আইসিটি)
পদের সংখ্যা:০১
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি/সমমান বিজ্ঞান বিভাগে আইসিটি বিষয় সহ কমপক্ষে ২য় বিভাগ থাকতে হবে।
বেতন কোড:১৮
০২পদের নাম:পরিচ্ছন্নতা কর্মী
পদের সংখ্যা:০১
শিক্ষাগত যোগ্যতা:জে.এস.সি/জে.ডি.সি/সমমান পাশ
বেতন কোড:২০
আগ্রহী প্রার্থীকে রুপালী ব্যাংক ময়নামতি বাজার শাখার অনুকুলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সকল সনদ পত্র ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপিসহ সভাপতি বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে স্বহস্তে লিখিত আবেদন পৌঁছাতে হবে।
পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই।
মোঃ তারেক হায়দার, সভাপতি
সূত্র: ই-যুগান্তর