- Sun May 19, 2024 2:44 am#7865
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ ও এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী সুবর্ণপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর-কুমিল্লা, উপজেলা-আদর্শ সদর, জেলা-কুমিল্লা এরজন্য শূন্য পদে ০১ (এক) জন সহকারি প্রধান শিক্ষক, বেতন কোড-০৮, বেতন স্কেল ২৩০০০/--৫৫৪৬০/-, এমপিও পদে নিয়োগ করা হবে। আবেদনকারীগণ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রী এবং (সহকারী শিক্ষক) এমপিওভুক্ত পদে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীগনকে আগামী ০৬/০৬/২০২৪ খ্রিঃ বিকাল ০৪.০০ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল নম্বর ও ১০০০/- (এক হাজার) টাকার পে অর্ডার/ ব্যাংক ড্রাফটসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। প্রধান শিক্ষক
সূত্র: ই-যুগান্তর
সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.