- Sat May 18, 2024 3:39 pm#7861
টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর উপজেলা সদরে অবস্থিত সখীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর জন্য একজন বিবাহিত ইমাম/খতিব আবশ্যক। আগ্রহী প্রার্থীর জীবন বৃত্তান্তসহ আগামী ৩০.০৫.২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে নিম্নলিখিত কাগজপত্রাদির সত্যায়িত ফটোকপিসহ নিম্ন ঠিকানায় আবেদন করিতে হইবে। ১। প্রার্থীকে হাফেজ, মাওলানা, মুফতি (মোফাচ্ছির/মোহাদ্দিস অগ্রাধিকার) হতে হবে। ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর, পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক ও চারিত্রিক সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করিতে হবে। ৩। সভাপতির নামে রূপালী ব্যাংক হতে ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট দিতে হবে। ৪। বেতন/ভাতাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সভাপতি/সম্পাদক, সখীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, সখীপুর, টাঙ্গাইল। মোবাইল: ০১৮১৭-১০৪৩১৭,
০১৯১৪-০০২৬৬৭
সূত্র: ই-যুগান্তর
০১৯১৪-০০২৬৬৭
সূত্র: ই-যুগান্তর
You do not have the required permissions to view the files attached to this post.