Page 1 of 1

ব্যাংক লিখিত পরীক্ষার অভিজ্ঞতা থেকে বিশ্লেষণ: (সরকারি ব্যাংক-২০০মার্কস)

Posted: Mon Oct 29, 2018 1:31 pm
by rafique
→ একটু সচেতন হলে প্রিলি হয় কিন্তু তা লিখিত পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট নয়।

→ টার্গেটঃ ১২০ মার্কস ২০০ থেকে(৬০%)।

→ লিখিত পরীক্ষায় ৩ টা বিষয় থাকে, ১. ইংরেজি(মার্কস=১২০-১৫০) ২. গণিত(৩০-৭০) ৩. বাংলা(২০-৩০)

→ ইংরেজি এবং বাংলাঃ খাতা যারা দেখেন তারা হয় প্রফেসর, এসিস্টেন্ট প্রফেসর বা এসোসিয়েট প্রফেসর। রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে ফুল লিখলেই অর্ধেক(৫০%) মার্ক পাবেন। তবে যদি আপনার লেখা অনেক তথ্যবহুল হয়, উদাহরণ - বিবিএসের অর্থনৈতিক রিপোর্টের ডাটা, পপুলেশন রিপোর্টের ডাটা, কৃষি শুমারির ডাটা ইত্যাদি থাকে তাহলে ৬০% পাবেন যা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যথেষ্ট।

→ ম্যাথ(Math)ঃ ৩ থেকে ৭ টি পর্যন্ত ম্যাথ আসে। ইদানীং ৫ টি (৫০ মার্কস)ম্যাথ আসছে প্রায় ব্যাংকে। ধরুন, আপনি ৫ টি থেকে ৪ টি ম্যাথ সঠিক করেছেন অর্থাৎ ৪০ মার্কস, বাকি ৮০ মার্কস উঠাতে হবে ১৫০ মার্কস থেকে যা প্রায় ৫০% এর সমান। এটা আপনার জন্য সহজই হবে।

→ ট্রান্সলেশন(Translation)ঃ
এটি দুই অংশে বিভক্ত, ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ। ইংলিশ থেকে বাংলা আমাদের জন্য কঠিন কারণ আমাদের থিংকিং সবসময় বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার দিকে। এখানে প্যাসেজ ট্রান্সলেশন আসে, সুতরাং প্রতিটি প্যাসেজ একটি বিষয় নিয়ে কথা বলে (দুটি নয়)। আপনি যদি একবার প্যাসেজটি পড়ে বুঝে নিজের মত করে বিষয়টি লিখতে পারেন তাহলে এখানে অংকের মতই মার্কস উঠানো সম্ভব অর্থাৎ ৪০ থেকে ৩০ মার্কস। সূক্ষ্ম হিসেবঃ ম্যাথ+ট্রান্সলেশন= ৪০+৩০= ৭০ মার্কস ৯০ থেকে। এখন রচনামূলক থেকে ৪০-৫০ মার্কস ১১০ থেকে।

♠প্রস্তুতিঃ♣
___________
★ রচনামূলকঃ এই অংশে শুধুমাত্র ডাটা বেজড স্টাডি করলেই হবে।
১. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৭
২. বাংলাদেশ জনসংখ্যা সমীক্ষা-২০১৭
৩. বাংলাদেশ কৃষি সমীক্ষা-২০১৭
বি.দ্রঃ বিবিএস এর ডাটা থেকে সংগ্রহ করতে হবে।

★ লেটার/চিঠিপত্রঃ শুধু ফরমেটটা ভাল করে দেখতে হবে।

★ ম্যাথঃ স্টাডি ম্যাটেরিয়াল
১. সাইফুর্স রিটেন ম্যাথ(বিষয়ভিত্তিক)
বিষয়ভিত্তিক ম্যাথই বেশি দরকার কারণ ম্যাথের বিষয়গুলো বুঝতে হবে শুধুমাত্র সিংগেল ম্যাথ সমাধান যথেষ্ট নয়।
২. ব্যাংক রিটেন ম্যাথ- জাফর ইকবাল আনসারি(বাছাইকৃত)
৩. ব্যাংক রিটেন ম্যাথ- আরিফুর রহমান(সাল ভিত্তিক)

★ ট্রান্সলেশনঃ
১. সাইফুর্স ৪ জি নিউয়েস্ট গ্রামার(ট্রান্সলেশন শেখার একমাত্র বই)
২. সাইফুর্স রাইটিং এন্ড ট্রান্সলেশন
৩. ব্যাংক রিটেন ইংলিশ- আরিফুর রহমান
** সাইফুর্স ৪ জি গ্রামার ব্যাতিত উপরের কোন বই আপনাকে ট্রান্সলেশন শেখাবে না। শুধুমাত্র অন্য বইগুলোতে বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা অর্থ করা হয়েছে।
_____________________________
Aktar-Uz-Zaman,
MPS, DU; Ex-BIBM