Page 1 of 1

উত্তরা টাউন কলেজ - এ শিক্ষক নিয়োগ করা হবে

Posted: Sat May 04, 2024 2:28 pm
by khushbu
সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেলে ইংরেজি বিষয়ে প্রভাষকের শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে।

প্রার্থীগণকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির/সমতুল্যের সিজিপিএসহ অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

আগ্রহী প্রার্থীকে আগামী ২০ মে, ২০২৪ তারিখের মধ্যে সকল আনুষঙ্গিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে হবে।

আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে আকর্ষণীয় বেতন ভাতা প্রদান করা যেতে পারে।

বি.দ্র. প্রতিষ্ঠানটি নন এমপিওভুক্ত এবং স্বঅর্থায়নে পরিচালিত।


উত্তরা টাউন কলেজ
প্লট - 0১, রোড - 0২, সেক্টর - 0৬, হাউজ বিল্ডিং, উত্তরা, ঢাকা - ১২৩০।
ফোনঃ 0১৩২৯৬২৮৬৬১ - ৭৪, 0১৩0৯১0৮৫৬৪
Website: utc.edu.bd, E-mail: uttaratowncollege@gmail.com