Page 1 of 1

সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/ এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)পদে মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি

Posted: Thu Mar 21, 2024 11:22 pm
by bdchakriDesk
০৬টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)’ (৯ম গ্রেড) (JOB ID-10151) এর ৫৮টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার {(প্রকৌশলী-সিভিল)/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)' (৯ম গ্রেড) (JOB ID :10151) এর ৫৮টি শূন্য পদে {সোনালী ব্যাংক পিএলসি (০১টি), জনতা ব্যাংক পিএলসি (১২টি), অগ্রণী ব্যাংক পিএলসি (২৫টি), বাংলাদেশ কৃষি ব্যাংক (০৩টি), বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (০১টি) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক (১৬টি)} নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের ২৩/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং- ১৮৯/২০২১ এর প্রেক্ষিতে বিগত ০৯/০৬/২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩১৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী ডাউনলোড করুন। এ বিষয়ে যে কোন প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।

Amendment of circular (No : 06/2024, Date: 15/01/2024); regarding submission of online application for 04 IT Related posts of different Banks/ Financial institutions (Based Year-2022)