Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7727
১.মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্রথম আততায়ীর গুলিতে নিহত হন?- আব্রাহাম লিঙ্কন ।
২. আব্রাহাম লিংকন মৃত্যু বরণ করেন-১৫ এপ্রিল ১৮৬৫।
৩. কোন সময়ে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়?- ১৯২৮ থেকে ১৯৪০।
৪. চলতি বছরের মতো শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল ?- ১৯৩০।
৫. মহামন্দা মোকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন ?-ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৬. আমেরিকার কোন প্রেসিডেন্ট তিন মেয়াদ ক্ষমতায় ছিলেন?-ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ।
৭. পশ্চিম ইউরোপে ট্রম্যান ডকট্রিন কবে ঘোষণা করা হয় ?-১৯৪৭ সালে।
৮. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?- ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৯. আমেরিকার ৩৫ তম পেসিডেন্ট কে ছিলেন ?- জন এফ কেনেডি ।
১০. কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?-জন এফ কেনেডী।
১১ .ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস হয় কোন সালে ?-১৯৭২ ।
১২. কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেঙ্কারীর সাথে জড়িত ?- রিচার্ড নিক্সন।
১৩. যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন ?-রোনাল্ড রিগ্যান।
১৪. যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সময় নক্ষত্র যুদ্ধ প্রোগ্রাম শুরু হয়?- রোনাল্ড রিগ্যান ।
১৫.যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে- যুক্তরাষ্ট্র।
১৬.গ্রানাডাতে যুক্তরাষ্ট্র কত সালে সামরিক আগ্রাসন চালিয়েছিল?- ১৯৮৩ সালে।
১৭.যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?-বিল ক্লিনটন।
১৮.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিনটন কোন তারিখে বাংলাদেশ সফরে আসেন?-২০ মার্চ ২০০০।
১৯.বিশ্ববাণিজ্য কেন্দ্র কত উচু ছিল?-110 stories
২০.নিউইয়র্কে টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত?- গ্রাউন্ড জিরো ।
    Similar Topics

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]