Get on Google Play

#7707
দায়িত্বসমূহঃ মাঠপর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠিকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করা।
শিক্ষাগত যোগ্যতা:যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রী।
কর্মস্থলঃ ব্র্যাক মাঠ কার্যালয়(বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আর্থিক সুবিধাসমূহঃশিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,০০০/- টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকুরি নিয়মিত করা হবে, তখন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৮,২০০/- টাকা হবে। এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড,গ্র্যাচুইটি,ইনসেনটিভ পারফরম্যান্স বোনাস, যাতায়াত ভাতা , স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হব।
অন্যান্যঃ মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরম্যান্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠোনের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হবার সুযোগ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে careers.brac.net অথবাwww.bdjobs.comএর মাধ্যমে আবেদন করতে হবে।
সোর্স: বাংলাদেশ প্রতিদিন
তারিখ:০৯/০২/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]