Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7687
১.সুশাসনের ইংরেজি প্রতিশব্দ – Good Governance।
২.Governance শব্দটি যে ভাষা থেকে এসেছে-গ্রিক।
৩.সুশাসনের ধারণাটি-বহুমাত্রিক।
৪.সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে-বিশ্বব্যাংক ১৯৮৯ সালে।
৫.বিশ্বব্যাংকের মতে, সুশাসনের স্তম্ভ-৪ টি।
৬.আইনের শাসনের অন্য নাম-সুশাসন।
৭.সুশাসনের ভিত্তি -স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন,মানবাধিকার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সরকারের দক্ষতা ও সাড়া প্রদানের ক্ষমতা ইত্যাদি।
৮.জাতিসংঘের মতে , সুশাসনের উপাদান-৮ টি।
৯.UNDPএর মতে ,সুশাসনের উপাদান -৯ টি।
১০.সুশাসনের পুর্বশর্ত-মত প্রকাশের স্বাধীনতা, শুদ্ধাচার, জবাবদিহিতা ও স্বচ্ছতা,ন্যায়বিচার প্রতিষ্ঠা , মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।
’১১.সুশাসনের প্রাণ -গণতন্ত্র।
১২.সুশাসনের অন্তর্নিহিত শক্তি-নৈতিকতা ।
১৩.সুশাসনের চালিকাশক্তি-স্বচ্ছতা।
১৪.সুশাসনের মূল চাবিকাঠি- জবাবদিহিতা।
১৫,সুশাসনের অন্তরায়- দূর্নীতি ও স্বজনপ্রীতি।
১৬.সুশাসনের মানদণ্ড- জনগণের সন্তুষ্টি।
১৭.বিশ্বব্যাংকের মতে, সুশাসনের লক্ষ্য-টেকসই উন্নয়ন সাধন করা।
১৮.জাতিসংঘের মতে , সুশাসনের লক্ষ্য-মৌলিক স্বাধীনতার উন্নয়ন।
১৯. UNDP এর মতে, সুশাসনের লক্ষ্য-অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    457 Views
    by sajib
    0 Replies 
    882 Views
    by rajib
    0 Replies 
    229 Views
    by shohag
    0 Replies 
    230 Views
    by tamim
    0 Replies 
    200 Views
    by raja

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]