Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7667
১. With malice towards none; with charity for all; with firmness to the right as god gives us to see the right-মূল্যবান বক্তব্য কার ?- আব্রাহাম লিংকন ।
২. গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত ?- আব্রাহাম লিংকন ।
৩. প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ স্থায়ী ছিল ?- ২মিনিট ।
৪. You may fool some of the people some of the time, you can even fool some of the people all the time, but you cannot fool all the people all the time, was stated by – Abraham Lincon ।
৫. জনসাধারণের জন্য, জনসাধারণের দ্বারা পরিচালিত এবং জনসাধারণের সরকারই হলো গণতন্ত্র – এটা কার উক্তি ?- আব্রাহাম লিঙ্কন ।
৬. বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী উক্তিটি কার ?
The ballot is stronger then bullet Quoted by :- Lincon (লিঙ্কন) ।
৭. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্রথম আততায়ীর গুলিতে নিহত হন ?- আব্রাহাম লিঙ্কন ।
৮. আব্রাহাম লিংকন মৃত্যু বরণ করেন ?- ১৫ এপ্রিল, ১৮৬৫ ।
৯. কোন সময়ে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয় ?- ১৯২৮ থেকে ১৯৪০ ।
১০. চলতি বছরের মতো শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল ?- ১৯৩০ ।
১১. মহামন্দা মোকবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন – ফ্রাঙ্কলিন রুজভেল্ট ।
১২. আমেরিকার কোন প্রেসিডেন্ট তিন মেয়াদ ক্ষমতায় ছিলেন ?- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ।
১৩. পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষণা করা হয় ?- ১৯৪৭ সালে ।
১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ?- ফ্রাঙ্কলিন রুজভেল্ট ।
১৫. আমেরিকার ৩৫ তম প্রেসিডেন্ট কে ছিলেন ?- জন এফ কেনেডী ।
১৬. কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ?- জন এফ কেনেডী ।
১৭. Let us never negotiate out of fear, but let us never fear to negotiate said an American president in his inaugural speech. What was the name of the president ?- John F. Kennedy ।
১৮. ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস হয় কোন সালে ?- ১৯৭২ ।
১৯. কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেঙ্কারীর সাথে জড়িত ?- রিচার্ড নিক্সন ।
২০. যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন ?- রোনাল্ড রিগ্যান ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    195 Views
    by raihan
    0 Replies 
    166 Views
    by masum
    0 Replies 
    23029 Views
    by shanta
    0 Replies 
    632 Views
    by sajib
    0 Replies 
    1038 Views
    by rajib

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]