Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7655
১.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে কারাগারে রাজবন্দি অবস্থায় আমার দেখা নয়াচীন গ্রন্থের পাণ্ডলিপি রচনা করেন?- ১৯৫৪
২.হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়?- ২৮ ডিসেম্বর ২০১৯
৩.শেখ হাসিনা সরণি কত লেন বিশিষ্ট -১৪
৪.মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্যমতে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস -১৫
৫.ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল এ বছরের কত তারিখে শুরু হতে যাচ্ছে ?-০১ ডিসেম্বর।
৬.নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?-১ কোটি ১০ লক্ষ ক্রোনা ।
৭.অক্টোপাসের রক্তের রং কী?- নীল।
৮.২০২২ সালে বিশ্বের সর্বাধিক বায়ু দূষিত নগরী ছিল কোনটি? -নয়াদিল্লী।
৯.ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন ?-সুনিল নারাইন।
১০.অস্ট্রেলিয়া কত বারের মতো বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলবে?- ৮
১১.একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রঙ বের হবে?-হলুদ।
১২বাংলাদেশ গত বুধবার কোন আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে?- ইউনেস্কো।
১৩.e-TIN চালু করা হয় কত সালে ?- ২০১৩ সালে।
১৪.আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ?-যুক্তরাষ্ট্র।
১৫.ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপচার্য কে ছিলেন ?- স্যার এ. এফ . রহমান।
১৬.কোনটি বিচার বিভাগের কাজ নয়?-সংবিধানের প্রণয়ন।
১৭.রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজসম্পদ ব্যবহত হয়?- গর্জন।
১৮.দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত ?- হালিশহর।
১৯.আঙ্গুরে কোন এসিড আাছে?- টারটারিক এসিড ।
২০.কোনটি চৌম্বক পাদার্থ নয়?- অ্যালুমিনিয়াম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    135 Views
    by sakib
    0 Replies 
    482 Views
    by sajib
    0 Replies 
    911 Views
    by rajib
    0 Replies 
    245 Views
    by shohag
    0 Replies 
    258 Views
    by tamim

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]