Page 1 of 1

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার প্রস্তুতির জন্য গনিত বিষয়ক প্রশ্ন: ১ম পর্ব

Posted: Fri Jan 19, 2024 1:52 pm
by rajib
১.১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
উঃ ৫০৫০
২.কত মিলিয়নে ১০ কোটি ?
উঃ১০০
৩.শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে ?
উঃ২০
৪.লুপ্ত সংখ্যাটি কত?৮১,২৭-৩,১
উঃ ৯
৫.শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়?
উঃ ধ্বনি
৬.১ ০.৪*০.০২*০.০৮=কত?
উঃ ০.০০০৬৪
৭.একটি খোলা জলাধারের দৈর্ঘ্য ,প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার ,২ মিটার ও ১০০ মিটার । জলাধারটির আয়তন কত ঘনমিটার?
উঃ৫০০ মিটার
৮. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান ?
উঃ ২২৪