Page 1 of 1

বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক

Posted: Tue Nov 28, 2023 12:08 am
by bdchakriDesk
বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক

প্রয়োজনীয় দক্ষতা:
* বাংলা ইংরেজি টাইপিং এ দক্ষ হতে হবে।
* অনলাইনের কাজ জানা থাকতে হবে।
* এমএস ওয়ার্ড কাজ জানা থাকতে হবে ।
* ভাল টাইপিং গতি থাকতে হবে।

চাকরির দায়িত্বসমূহ:
* টপিক পোস্ট করা
* কমেন্ট পোস্ট করা
* কমেন্টের উত্তর দেওয়া
* চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করা
* ফেসবুক পেজে পোস্ট করা, কমেন্ট করা, কমেন্টের উত্তর দেওয়া
* এবং অন্যান্য প্রয়োজনীয় দায়িত্ব

প্রয়োজনীয় ডিভাইস: ইন্টারনেট কানেকশন সহ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: নুণ্যতম অনার্স (৩য় বর্ষ)

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ: শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: রিমোট

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৩

আগ্রহী প্রার্থীগণকে সম্পুর্ণ সিভি এবং এককপি পাসপোর্ট সাইজ ফটো info@bdchakri.com এই ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হল।