Page 1 of 1

সাইক্লোন, টাইফুন ও হারিকেনের মধ্যে পার্থক্য কী?

Posted: Sat Jan 14, 2023 12:24 pm
by shahan
এই টুকু আশা করি বেশির ভাগ মানুষই জানে যে এই সবগুলোই সামুদ্রিক ঝরের ধরন কিন্তু এই তিনটার মধ্যে পার্থক্য কি?

Re: সাইক্লোন, টাইফুন ও হারিকেনের মধ্যে পার্থক্য কী?

Posted: Sun Jan 15, 2023 1:25 pm
by adnan
shahan wrote: Sat Jan 14, 2023 12:24 pm এই টুকু আশা করি বেশির ভাগ মানুষই জানে যে এই সবগুলোই সামুদ্রিক ঝরের ধরন কিন্তু এই তিনটার মধ্যে পার্থক্য কি?
সাধারণত কোন নিম্নচাড় ঘন্টায় ৬২ কিমি গতিবেগ অর্জন করে, তখন সেটি আঞ্চলিক ঝড় হিসেবে ধরা হয় ও এটির নাম দেয়া হয়। কিন্তু সেটি যদি ঘন্টায় ১১৯ কিম (৭২ মাইল) গতিবেগ অর্জন করে, তবে সেটি ঝড় হসেবে সাইক্লোন, টাইফুন বা হারিকেন নামে ডাকা হয়। এক্ষেত্রে বঙ্গোপসাগরে সাইক্লোন, প্রশান্ত মহাসাগরে টাইফুন এবং আটলান্টিক মাহসাগরীয় অঞ্চলে হারিকেন বলা হয়।

Re: সাইক্লোন, টাইফুন ও হারিকেনের মধ্যে পার্থক্য কী?

Posted: Fri Mar 31, 2023 11:59 am
by nabila
adnan wrote: Sun Jan 15, 2023 1:25 pm
shahan wrote: Sat Jan 14, 2023 12:24 pm এই টুকু আশা করি বেশির ভাগ মানুষই জানে যে এই সবগুলোই সামুদ্রিক ঝরের ধরন কিন্তু এই তিনটার মধ্যে পার্থক্য কি?
সাধারণত কোন নিম্নচাড় ঘন্টায় ৬২ কিমি গতিবেগ অর্জন করে, তখন সেটি আঞ্চলিক ঝড় হিসেবে ধরা হয় ও এটির নাম দেয়া হয়। কিন্তু সেটি যদি ঘন্টায় ১১৯ কিম (৭২ মাইল) গতিবেগ অর্জন করে, তবে সেটি ঝড় হসেবে সাইক্লোন, টাইফুন বা হারিকেন নামে ডাকা হয়। এক্ষেত্রে বঙ্গোপসাগরে সাইক্লোন, প্রশান্ত মহাসাগরে টাইফুন এবং আটলান্টিক মাহসাগরীয় অঞ্চলে হারিকেন বলা হয়।
চমৎকার। আমারও এটা জানা ছিল না। অনেক ধন্যবাদ।