Page 1 of 1

নক্ষত্রের জন্ম হয় কিভাবে?

Posted: Sun Jan 08, 2023 12:12 pm
by rekha
আমরা মহাবিশ্বের ধ্বংসের প্রক্রিয়া বিভিন্ন তথ্য মাঝে মাঝে শুনতে পাই, তাছাড়া সৃষ্টি সম্পর্কেও শোন যায় যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। কিন্তু সেই সৃষ্টি কি থেমে গেছে নাকি চলমান। তাহলে গ্রহ নক্ষত্র সৃষ্টি হচ্ছে কিভাবে? কেউ জানলে একটু জানাবেন দয়া করে।

Re: নক্ষত্রের জন্ম হয় কিভাবে?

Posted: Sun Jan 08, 2023 2:12 pm
by sharmin
rekha wrote: Sun Jan 08, 2023 12:12 pm আমরা মহাবিশ্বের ধ্বংসের প্রক্রিয়া বিভিন্ন তথ্য মাঝে মাঝে শুনতে পাই, তাছাড়া সৃষ্টি সম্পর্কেও শোন যায় যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। কিন্তু সেই সৃষ্টি কি থেমে গেছে নাকি চলমান। তাহলে গ্রহ নক্ষত্র সৃষ্টি হচ্ছে কিভাবে? কেউ জানলে একটু জানাবেন দয়া করে।
এটা অন্য জায়গা থেকে কপি করা উত্তরঃ

ব্ল্যাকহোল বা কৃষ্ণগহবরের না শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সবকিছু গিলে ফেলা রহস্যময় এক শক্তির প্রতিচ্ছবি। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা মহাকাশে এমন এক ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছেন, যা ধ্বংস নয়, বরং সৃষ্টিতেও ব্যস্ত। ব্ল্যাকহোলটি নতুন নতুন নক্ষত্রের জন্ম দিয়ে চলেছে নিয়মিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার Chandra x-ray Observatory এবং সহায়ক একাধিক টেলিস্কোপের মাধ্যমে নতুন এ ব্ল্যাকহোলটির অবস্থান পৃথিবী থেকে ৯৯০ কোটি আলোকবর্ষ দুরের একটি ছায়াপথের কেন্দ্রে। ছায়াপথটির আশেপাশে রয়েছে আরও ৭ টি ছায়াপথ।