Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7503
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়া সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় কবে?
উঃ ১৪ এপ্রিল ২০১৮।

প্রশ্নঃ চীন মার্কিন পণ্য আমদানিতে সর্বোচ্চ ২৫% শুল্ক আরােপ কার্যকর করে কবে?
উঃ ২ এপ্রিল ২০১৮।

প্রশ্নঃ কমনওয়েলথ’র বর্তমান চেয়ারপার্সন কে?
উ : ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।

প্রশ্ন : কমনওয়েলথ’র নতুন প্রধান নির্বাচিত হন কে?
উঃ প্রিন্স চার্লস।

প্রশ্ন : ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উ : ২০২০ সালে মালয়েশিয়ায়।

প্রশ্নঃ ২০১৮ সালে ১০২তম পুলিজার পুরস্কার লাভ করে কোন সংবাদ সংস্থা?
উ : দ্য নিউইয়র্ক টাইমস।

প্রশ্ন : ২০১৭ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে শীর্ষ দেশ কোনটি?
উঃ ভারত।

প্রশ্ন : বিশ্ব অভিবাসী হওয়ার শীর্ষ দেশ কোনটি?
উ : ভারত।

প্রশ্ন : কিউবায় ক্যাস্ট্রো যুগের অবসান ঘটে?
উ : ১৯ এপ্রিল ২০১৮।

প্রশ্ন : কিউবার নব-নির্বাচিত প্রেসিডেন্ট কে?
উ : মিগুয়েল মারিও দিয়াজ-কানেল।

প্রশ্ন : মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উ : উইন মিন্ট।

প্রশ্নঃ ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উ : ৪-২০ ফেব্রুয়ারি ২০২২ সালে চীনের বেইজিংয়ে।

প্রশ্ন : বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উঃ ভারত।

প্রশ্নঃ বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উ : যুক্তরাষ্ট্র। |

প্রশ্নঃ ভাদিমির পুতিন রাশিয়ার চতুর্থ বারের মত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
উ : ৭ মে ২০১৮ সালে।

প্রশ্নঃ চীনের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
উঃ আজীবন।

প্রশ্ন : সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী কে?
উ : তামাদু বিনতে ইউসেফ আল রামাহ (শ্রম ও সামাজিক মন্ত্রণালয়ের মন্ত্রী)।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র মন্ত্রী কে?
উঃ মাইক পম্পেও।

প্রশ্ন : পাসপাের্ট মূল্যায়ন সূচকে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উ : জাপান ও সিঙ্গাপুর।

প্রশ্ন : পাসপাের্ট মূল্যায়ন সূচকে বিশ্বে দূর্বল পাসপাের্টধারী দেশ কোনটি?
উ : আফগানিস্তান।

প্রশ্ন : বিজ্ঞান জগতে আলােড়ন সৃষ্টিকারী স্টিফেন হকিন্স মারা যান কবে?
উঃ ১৪ মার্চ ২০১৮ সালে।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট কে?
উ : সিরিল রামাফোসা।

প্রশ্নঃ নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উঃ কে পি শৰ্মা আলী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    671 Views
    by raja
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    96 Views
    by rajib
    0 Replies 
    656 Views
    by raihan
    0 Replies 
    22775 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]