Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7502
প্রশ্নঃ ২০১৮ সালে ৬৮তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে?
উ : ভানেসা পন্সে দে লিওন (মেক্সিকো)।

প্রশ্নঃ Yellow Vest আন্দোলনের সালে কোন দেশ সম্পৃক্ত?
উ : ফ্রান্স।

প্রশ্নঃ ব্যালন ডি অর ২০১৮ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কে?
উ : লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)।

প্রশ্নঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বর্তমান সভাপতি কে?
উ : নাজমুল হাসান পাপন (বাংলাদেশ)।

প্রশ্নঃ BBC'র সেরা ১০০ বিদেশী ভাষার চলচ্চিত্র জরিপে সেরা চলচ্চিত্র কোনটি?
উঃ Seven Samurai।

প্রশ্ন : বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন (সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ উৎপাদনেও শীর্ষস্থানে চীন)।

প্রশ্ন : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উ : যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উঃ ৬ নভেম্বর ২০১৮ সালে।

প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পালিত হয় কবে?
উঃ ১১ নভেম্বর ২০১৮ সালে।

প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপাের্ট ২০১৯ অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উঃ নিউজিল্যান্ড।

প্রশ্নঃ ডুয়িং বিজনেস রিপাের্ট ২০১৯ অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন দেশ কোনটি?
উঃ সােমালিয়া।

প্রশ্নঃ Five Eyes বা Fvey কি?
উ : অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য-এ পাঁচটি দেশের গােয়েন্দা সংস্থা নিয়ে গঠিত বিশ্বের শীর্ষ গােয়েন্দা নেটওয়ার্ক।

প্রশ্নঃ ২০১৮ সালে বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন কে?
উ : ড. ডেভিড নাবাররাে ও ড. লওরেস হাদ্দাদ।

প্রশ্ন : বিশ্ব জনসংখ্যা রিপাের্ট ২০১৮ অনুযায়ী বিশ্বের মােট জনসংখ্যা কত?
উঃ ৭৬৩ কোটি ৩০ লাখ।

প্রশ্ন: বৈশ্বিক সন্ত্রাসবাদসূচক ২০১৮ তে শীর্ষ দেশ কোনটি?
উঃ ইরাক।

প্রশ্নঃ বৈশ্বিক সন্ত্রাসবাদসূচক ২০১৮ তে সর্বনিম্ন দেশ কোনটি?
উঃ জাম্বিয়া।

প্রশ্নঃ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন (রপ্তানিতে রাশিয়া, আমদানিতে মিশর)।

প্রশ্নঃ FAO আউটলুক ২০১৮ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন (চাল রপ্তানিতে ভারত, আমদানিতে চীন)।

প্রশ্নঃ ২০১৮ সালে বৈশ্বিক মানবসম্পদ সূচক’এ শীর্ষ দেশ কোনটি?
উঃ সিঙ্গাপুর।

প্রশ্ন : ২০১৮ সালে বৈশ্বিক মানবসম্পদ সূচক’এ সর্বনিম্ন দেশ কোনটি?
উ : শাদ।

প্রশ্নঃ ২০১৭ সালে বৈশ্বিক প্রতিযােগিতা সক্ষমতা প্রতিবেদন’এ শীর্ষ দেশ কোনটি?
উ : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২০১৭ সালে বৈশ্বিক প্রতিযােগিতা সক্ষমতা প্রতিবেদন’এ সর্বনিম্ন দেশ কোনটি?
উঃ শাদ।

প্রশ্ন : ২০১৮ সালের বৈশ্বিক লিঙ্গ বিভাজন রিপাের্টে লিঙ্গ বৈষম্যে শীর্ষ দেশ কোনটি?
উ : লেবানন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    961 Views
    by raja
    0 Replies 
    804 Views
    by raja
    0 Replies 
    619 Views
    by rajib
    0 Replies 
    1024 Views
    by raihan
    0 Replies 
    23495 Views
    by shanta

    হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় (বড়ঘাট), ডাকঘর: গৌর[…]

    (ক) বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকায় নিম্ন[…]

    ১.পদের নাম: নিরাপত্তা সুপারভাইজার শিক্ষাগত যোগ্[…]

    অত্র প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত পদে খণ্ডকালীন শিক্ষক[…]