Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7495
প্রশ্নঃ অভিবাসী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম?
উ : ৫ম।

প্রশ্ন : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট হবেন কোন বাংলাদেশি?
উ : নাজমুল হাসান পাপন।

প্রশ্ন : প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত হিসেবে কে যুক্তরাজ্যের কেইম্যান আইল্যান্ডের গভর্ণর নির্বাচিত হন?
উঃ আনােয়ার চৌধুরী।

প্রশ্ন : প্রথম বাংলাদেশি হিসেবে কে ২০১৮ সালে পুলিঞ্জার পুরস্কার লাভ করেন?
উ : মােহাম্মদ পনির হােসেন।

প্রশ্ন : পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে?
উঃ অধ্যাপক মােবারক আহমদ খান।

প্রশ্ন : ২০১৮ সালে ‘গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কে?
উ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন : ২০১৮ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সম্মানে ভূষিত করে?
উঃ মেডেল অব ডিসটিংকশন।

প্রশ্ন : প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? |
উঃ ২১৭.৫০ কিলােমিটার।

প্রশ্নঃ গণমাধ্যমে স্বাধীনতা সূচক-২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১৪৬তম।

প্রশ্ন : বাংলাদেশ প্রাথমিকভাবে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের মানদণ্ড পূরণ করেছে, জাতিসংঘের CDP কবে তা অবহিত করে?
উঃ ১৬ মার্চ ২০১৮।

প্রশ্ন : রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন কে?
উঃ লুনা শামসুদ্দোহা (জনতা ব্যাংক লিমিটেড)।

প্রশ্নঃ বিশ্বের সেরা প্রধানমন্ত্রীদের মধ্যে শেখ হাসিনার অবস্থান কততম?
উঃ দ্বিতীয়।

প্রশ্ন : দেশের বর্তমান ও ২২তম প্রধান বিচারপতি নিযুক্ত হন কে?
উঃ সৈয়দ মাহমুদ হােসেন।

প্রশ্ন : টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্ধিতায় মােঃ আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন কবে?
উঃ ৭ ফেব্রুয়ারি ২০১৮।

প্রশ্ন : দেশে ফোর-জি বা চতুর্থ প্রজন্মের মােবাইল ইন্টারনেট সেবা চালু হয় কবে?
উঃ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে।

প্রশ্ন : দেশের ৩১তম সেনানিবাসের নাম কি?
উ : শেখ হাসিনা সেনানিবাস।

প্রশ্ন : শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
উঃ লেবুখালী, পটুয়াখালী।

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে কতটি গ্যাসক্ষেত্র রয়েছে?
উঃ ২৭টি।

প্রশ্নঃ ২৭তম গ্যাসক্ষেত্র ভােলা নর্থ-১' কোথায় অবস্থিত?
উ : ভােলা সদরে।

প্রশ্নঃ ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশ নাগরিকত্ব প্রদান করে কবে?
উঃ ১২ ফেব্রুয়ারি ২০১৮।

প্রশ্নঃ ঢাকা-লন্ডন আকাশ পথে পণ্য পরিবহন (কার্গো) যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় কবে?
উঃ ১৮ ফেব্রুয়ারি ২০১৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    671 Views
    by raja
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]