Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7494
প্রশ্নঃ ই-গভর্ণমেন্ট ডেভেলপমেন্ট সূচক-২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উ : ১১৫তম।

প্রশ্নঃ সম্প্রতি ইলিশ মাছের জীবন রহস্য উন্মােচন করেন কোন কোন বিজ্ঞানী?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয় দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক হাসিনা খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ শামছুল আলম।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার কে?
উঃ রিভ গাঙ্গুলী দাস।

প্রশ্ন : কলকাতার শান্তি নিকেতনে অবস্থিত বাংলাদেশ ভবনের মিউজিয়াম সাধারণের জন্য খুলে দেয়া হয় কবে?
উ : ১৮ সেপ্টেম্বর ২০১৮।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কী?
উঃ ৩০৫৩ দিন।

প্রশ্ন : ফিলিস্তিনের জন্য গঠিত জাতিসংঘ তদন্ত কমিশনের সদস্য নির্বাচিত হন কোন বাংলাদেশি নারী?
উ : ব্যারিষ্টার সারা হােসেন।

প্রশ্ন : বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্য কোনটি?
উঃ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

প্রশ্ন : পােশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উ : দ্বিতীয়।

প্রশ্ন : বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উঃ চতুর্থ।

প্রশ্ন : ৩০ জুলাই ২০১৮ কোন ব্যাংকটি ৫৮তম ব্যাংক হিসেবে তফসিলভুক্ত হয়?
উ : প্রবাসী কল্যাণ ব্যাংক।

প্রশ্ন : বরেণ্য সাংবাদিক গােলাম সারওয়ার মারা যান কবে?
উ : ১৩ আগষ্ট ২০১৮।

প্রশ্ন : বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু মারা যান কবে?
উ : ১৮ অক্টোবর ২০১৮ সালে।

প্রশ্ন : বসবাসের অযােগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান কততম?
উ : দ্বিতীয় (১৩৯তম)।

প্রশ্ন : বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযােদ্ধার সংখ্যা কত?
উ : ২৩১ জন।

| প্রশ্নঃ আভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
উঃ তৃতীয়।

প্রশ্ন : চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
উ : পঞ্চম।

প্রশ্ন : ২০১৮ সালের উনষাটতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক লাভ করেন কে?
উ : আহম্মেদ জাওয়াদ চৌধুরী।

প্রশ্ন : বাংলাদেশ বিশ্বে কততম দেশ হিসেবে e-Passport যুগে যাত্রা শুরু করবে?
উ : ১১৯তম।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হবে কবে?
উ : ১৭ মার্চ ২০২০ সালে।

প্রশ্ন : মুজিব বর্ষ পালিত হবে কবে?
উ: ২০২০-২০২১ সাল (১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত)।

প্রশ্ন: বৈশ্বিক দাসত্ব সূচক ২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উ : ৯২তম।

প্রশ্ন : বর্তমানে জাতীয় অধ্যাপক হিসেবে কাদেরকে নিয়ােগ দেয়া হয়?
উঃ ১. অধ্যাপক আনিসুজ্জামান; ২. ড. জামিলুর রেজা ও ৩. ড. রফিকুল ইসলাম।

প্রশ্নঃ ১৪ মে ২০১৮ ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) কোন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে?
উঃ চীনের শেনঝেন স্টক এক্সচেঞ্জ (SZSE) ও সাংহাই স্টক এক্সচেঞ্জ (SSE)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    545 Views
    by masum
    0 Replies 
    276 Views
    by tamim
    0 Replies 
    192 Views
    by mousumi
    0 Replies 
    709 Views
    by raja
    0 Replies 
    230 Views
    by raja

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]