Get on Google Play

গানিতিক যুক্তি ও দক্ষতা বিষয়ক আলোচনা
#7485
ব্যাখ্যা: মুঘল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর এবং তখন বাংলাদেশের রাজধানী ছিল জাহাঙ্গীরনগর। অন্যদিকে মৌর্য সাম্রাজ্যের সময়ে বগুড়া ছিল রাজধানী ওনাম ছিল পুণ্ড্রনগর।

৬. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৫৫ সালে খ)১৯৫৪ সালে গ)১৯২১ সালে ঘ) ১৯৬৮ সালে।
উত্তর: ক।
ব্যাখ্যা : বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। ১৯৫২ সালে ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্ম-পরিচয়বিকাশের প্রেরণায় ৩ ডিসেম্বর ১৯৫৫ ঢাকার বর্ধমান হাউজে এটি প্রতিষ্ঠিত হয়।

৭. কম্বােডিয়ার রাজধানী কোনটি?
ক) Nomphen খ) Pnomphen গ) Laus ঘ) Phnom Penh
উত্তর: ঘ
ব্যাখ্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণে এবং থাইল্যান্ড উপসাগরের উত্তর-পূর্বে অবস্থিত দেশ কম্বােডিয়ার রাজধানী Phnom Penh.

৮. ‘এ জগতে হায় সেই বেশি চায়’-এর লেখক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) কাজী নজরুল ইসলাম গ) জীবনানন্দ দাশ ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: ক
[ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রা' কাব্যগ্রন্থের দুই বিঘা জমি’ নামক কবিতার চরণ : এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি/রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

৯. Skin : Dermis :: Skull:—?
ক) Cerebrum খ) Cerebral Cortex গ) Cerebelum ঘ) Medulla
উত্তর: খ
ব্যাখ্যা] : skin বা চামড়ার তিনটি স্তর Epidermis, Dermis ও Hypodermis । Dermis স্তরটি স্নায়ু উদ্দীপনা প্রেরণ ও গ্রহণের দায়িত্ব পালন করে। এভাবে Skull বা খুলির ভিতরে যে মস্তিষ্ক থাকে তার যে অংশ স্নায়ু উদ্দীপনার কেন্দ্রীয় অঞ্চল তা হলাে সেরেব্রাম। সেরেব্রামের বহিঃস্তরটি হলাে সেরেব্রাল কর্টেক্স।

১০. Jo. Honey: Hive :: Ore : ?
ক) Stone খ) Powder গ) Mineral ঘ) Clay
উত্তর: গ
[ ব্যাখ্যা] : Hioe (মৌচাক থেকে মধু সগ্রহ করা হয় ঠিক তেমনি mineral (খনিজ)।
থেকে আরােহণ করা হয় ore(আকরিক)।

১১. He died poison.
ক) in খ) by গ) with ঘ) into
উত্তর: খ
[ ব্যাখ্যা |Die by ব্যবহৃত হয় দুর্ঘটনা, আত্মহত্যা, সহিংসতায় মারা যাওয়ার (আকস্মিক মৃত্যু বা অপমৃত্যুর) ক্ষেত্রে। প্রদত্ত বাক্যটি দ্বারা আত্মহত্যা প্রকাশ করায় বাক্যটির শূন্যস্থানে by বসবে। By যােগে বাক্যটির বাংলা : সে বিষপান করে মারা গেল।

১২.. He warned me — the danger.
ক) about খ) on গ) of ঘ) for
উত্তর: গ
ব্যাখ্যা: |Warn somebody f something অর্থ কাউকে কোনাে বিষয়ে/ব্যাক্ষরে সতর্ক করে দেয়া। Of বসিয়ে প্রদত্ত কক্যের অর্থ: সে আমাকে বিপদের ব্যাপারে সতর্ক করেছিল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    565 Views
    by tasnima
    0 Replies 
    336 Views
    by rafique
    0 Replies 
    1054 Views
    by tamim
    0 Replies 
    1433 Views
    by sajib
    0 Replies 
    1596 Views
    by rajib

    নাসিম ওসমান মডেল হাই স্কুল এন্ড কলেজ, বন্দর, নারায[…]

    মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদী এর […]

    বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কা[…]

    সর্বশেষ সরকারি ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কু[…]