Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7479
প্রশ্নঃ ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের কোন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিল?
উঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ।
প্রশ্নঃ বিজেএমইর বর্তমান ও প্রথম নারী সভাপতি কে?
উঃ ড. রুবানা হক।
প্রশ্নঃ সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১৫০ তম।
প্রশ্নঃ সাইবার সিকিউরিটি ইনডেক্স এ সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৮৬ তম।
প্রশ্নঃ SDG লিঙ্গ সমতা সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১১০ তম।
প্রশ্নঃ প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৯ম।
প্রশ্নঃ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন ২০১৮ বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উঃ বাংলাদেশ।
প্রশ্নঃ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন ২০১৮ বায়ু দূষণে বিশ্বের শীর্ষ রাজধানী হিসেবে ঢাকা কততম?
উঃ দ্বিতীয়।
প্রশ্নঃ বৈশ্বিক বায়ূমান প্রতিবেদন ২০১৮ বায়ূ দূষণে বিশ্বের শীর্ষ শহর হিসেবে ঢাকা কততম?
উঃ ১৭ তম।
প্রশ্নঃ ২০১৯ সালের মানব প্রঁজি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১০৬ তম।
প্রশ্নঃ ২০১৯ সালে WJP (World Justice Project) এর প্রতিবেদন অনুযায়ী আইনের শাসনে বাংলাদেশের অবস্থান কততম? উঃ ১১২ তম।
প্রশ্নঃ বিশ্ব সুখ প্রতিবেদন ২০১৯ অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১২৫ তম।
প্রশ্নঃ দ্য ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (EIU)- এর গণত্নত্র সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৮৮ তম।
প্রশ্নঃ TI রিপোর্ট ২০১৮ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের কততম দুর্নীতিগ্রস্থ দেশ?
উঃ ১৩ তম (ঊর্ধ্বক্রমে ১৪৯ তম)।
প্রশ্নঃ ইথনোগল-এর বিশ্ব ভাষাচিত্র ২০১৯ অনুযায়ী ব্যবহারিক দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
উঃ ৬ষ্ঠ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    668 Views
    by masum
    0 Replies 
    472 Views
    by tamim
    0 Replies 
    324 Views
    by mousumi
    0 Replies 
    763 Views
    by raja
    0 Replies 
    382 Views
    by raja

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]