Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7477
আপনারা জানেন প্রেস কনফারেন্সে কেন আমি আপনাদের আড়ষ্ট করে তুলতে পারি? কারণটা হলো, ল্যারি কিং সরাসরি আমরিকান জনতার হাতে তুলে দেয়ার মাধ্যমে মুক্ত করেছেন আমাকে।

সিএনএন টেবিলে উপস্থিত সবাই উৎসাহ দিয়ে চেঁচিয়ে উঠলেন, ঠিক আছে, ল্যারি! তাঁরা আমার টিঠ চাপড়াচ্ছেন, হাততালি দিচ্ছেন, কিন্তু এখানে একটু বলার অনুমতি দিন আমাকে: কামরায় উপস্থিত বাকি সবাই একদম ঠান্ডা মেরে গেলেন সত্যিকার ক্ষিপ্রতার সঙ্গে, যাকে বলে একেবারে চোখের পলকে। আমি অনুভব কমলাম সবার দৃষ্টি আমার খুলির পেছনে একটা মাত্র জায়গায় স্থির হয়েছে, লাল লেজারের মতো, ভিডিও গেম বা সিনেমায় ট্রিগার টানার ঠিক আগের মুহূর্তে যেমনটা দেখানো হয়। দেখুন হাস্যকৌতুক ধরে রাখার উপদেশ কেমন কাজ করছে!

ক্লিনটন শেষ করার পর আমরা সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছি, আমার অচেনা এক পাণ্ডা গোছের লোক কয়েক টেবিল দূর থেকে কর্কশ সুরে বলল, ওতে, ল্যারি, তুমি বুঝি টিচারের প্রিয় ছাত্র? মুচকি হেসে ঘাড় ফিরিয়ে পেছনে, মঞ্চের দিকে তাকালাম আমি। আবার আমার মাথা কাজ শুরু করেছে, ভাবছি: ব্রুকলিনের একজন দরিদ্র ইহুদি ছেলের জন্যে এটা কী চমৎকার একটা ব্যাপার যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে চিনতে পারেন, একই নিঃশ্বাসের সঙ্গে ভাবছি ব্রুকলিনের একজন দরিদ্র ইহুদি ছেলের জন্যে এটা কী ভয়ঙ্কর একটা ব্যাপার যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে চিনতে পারেন। বিল ক্লিনটন প্রায় দশ মিনিট কথা বলেছেন, অথচ গোটা কামরার মানুষ তাঁর মাত্র একটা লাইন শুনতে পেয়েছে।

ডিনার শেষ হয়ে গেল, কামরা এখনো আড়ষ্ট ও হিম হয়ে আছে, সিদ্ধান্ত নিলাম ওয়াশিংটন হিলটন থেকে দূরে সরি আমি, নিজের গাড়ির দিকে হাঁটি।

গত তিনঘণ্টা যেখানে ছিলাম তার তুলনায় মার্চের খোলা কৎবাতাস দেহ-মনে প্রশান্তি আর প্রকৃতির সৌরভ ছড়িয়ে দিল। হাঁটার সময় উপলব্ধি করলাম: বিল ক্লিনটন ঠিক কথাই বলেছেন।

১৯৯২ সালে মার্কিন রাজনীকে বদলে দেয়ার মতো কিছু একটা ঘটেছিল। প্রচলিত নিয়মটা ছিল এরকম: রেডিও-টিভির দর্শক ও শ্রোতার সংখ্যা যখন সবচেয়ে বেশি আশা করা হয়, ওই সময় প্রেসিডেন্ট একটা সংবাদ সম্মেলন ডাকবেন, তাঁকে প্রশ্ন করবেন সেই সব ব্যক্তিরা যারা সবসময় প্রশ্ন করেন।

কিন্তু এটা বদলে গেল।

আমি জানি একদল মিডিয়া বিশেষজ্ঞ টেবিলের চারধারে বসে এভাবে বলেননি যে আসুন স্যাম ডোনাল্ডসন সহ বাকি সব হোয়াইট হাউস সংবাদদাতাকে এড়িয়ে ডাই মইনে থাকা ভদ্রমহিলার সঙ্গে সরাসরি যোগাযোগ করি আমরা।

এখন ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রর্থিীরা, যারা খুব দ্রুত আপনাকে জানাতে চান যে তাঁরা আমেরিকান জনগণের প্রতিনিধিত্ব করেন, এখন দর্শক বা শ্রোতার প্রশ্নের জবাব সরাসরি দিতে পারছেন, এবং তাতে করে ওয়াশিংটন সংবাদদাতাদের ছাঁকনি পুরোপুরি পাশ কাটানো সম্ভব হচ্ছে। এটা ঘটেছে এক বছর আগেরস পেরোট যখন আমার শোতে এসেছিলেন, ঘটেছে বিল ক্লিনটন যখন গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে প্রশ্ন নিতে শুরু করেন, কিংবা যখন অ্যারসেনিয়ো হলে ঊপস্থিত হন, স্যাক্সোফোন বাজান এবং প্রেসিডেন্ট বুশ যখন টুডে-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3147 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1045 Views
    by sajib
    0 Replies 
    1338 Views
    by rajib
    0 Replies 
    728 Views
    by kajol
    0 Replies 
    407 Views
    by tasnima

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]