Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7475
আমার মনে আছে আমি তখন ভাবছিলাম কথাটা পুরোপুরি সত্যি বটে যখন বলা হয় যে চলতি নির্বাচন শেষ হওয়ামাত্র পরবর্তী নির্বাচন শুরু হয়ে যায়। এ প্রসঙ্গে আরেকটা শব্দ আমার চিন্তায় আসে: দুর্ভাগ্যজনকভাবে। কিন্তু সেদিন সন্ধ্যায় ডিনার অনুষ্ঠানে সবার সঙ্গে যখন তাঁকে পরিচয় করিয়ে দেয়া হলো, খুবই স্বতস্ফুর্ত করতালি এবং অভিনন্দন পেলেন ক্লিনটন। বিশাল কামরার চারদিকে চোখ বুলালাম আমি, আর তখনই আরেকটা জিনিস আমার দৃষ্টিতে ধরা পড়ল: সবাই যে যার আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন।

আমার বিবেচনায় এই কামরার মানুষ চাইছেন প্রেসিডেন্ট ভালো করুন। এটা আমাকে বহুবছর আগের লেট নাইট রেডিও শো-র একটা বিশেষ মুহূর্তের কথা স্মরণ করিয়ে দিল, আমি যখন ঠিক এই বিষয়টা নিয়েই ফোনে একজন শ্রোতার সঙ্গে আলোচনা করছিলাম। ওই ভদ্রলোক আমাকে বোঝাবার চেষ্টা করছিলেন নতুন নির্বাচিত জর্জ বুশকে কতটা অপছন্দ করেন তিনি। আমি তাঁকে বললাম, আপনি চান না জর্জ বুশ সফল হোন? আপনার কি মনে হয় না জর্জ বুশ সফল হলে দেশও সফল হবে? উত্তরে তিনি বললেন, তিনি ব্যাপারটাকে এভাবে দেখছেন না। আরো বললেন, জর্জ বুশ যদি সফল হন, তারমানে দাঁড়াবে দেশটা পরিণত হবে নরকে।

অনেকেই বলেছেন বটে যে ওয়াশিংটনে যা ঘটে তার সঙ্গে দেশের অন্য কোথাও যো ঘটছে তার সঙ্গে প্রায় কোনো মিল বা সম্পর্কই থাকে না, কিন্তু আমি মনে করি ওই হোটেলের বলরুমে সেদিন সন্ধায় যা ঘটছিল সেটা আসলে আমেরিকার একটা আয়না, ওই বছরের প্রথম ভাগের সমস্ত চিত্র তাতে প্রতিফলিত হচ্ছিল। নতনি ভদ্রলোককে একটা সুযোগ দিন। এমনকি পরিচয় করানোর সময় বব যোলও আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছিলেন, বাকি সবার সঙ্গে হাততালি দিয়ে উৎসাহ এবং অভিনন্দন জানাচ্ছিলেন নতুন প্রেসিডেন্টকে, এবং আমি বিশ্বাস করি মনে মনে তিনি চাইছিলেন বিল ক্লিনটন ভালো করুন, অন্তত শুধু ভাষণ দেয়ার সময় হলেও। এবং সেদিন সন্ধায় উঁচু মঞ্চে খুবই ভালো করছিলেন বিল ক্লিনটন।
হোস্যকৌতুক করার ক্ষমতা কখনো খোয়াবেন না। এবং মনে রাখবেন আমরা যারা এটা করি তারা বেশিরভাগ দু-তরফেই করি কারণ আমাদের দেশকে আমরা ভালোবাসি এবং বিশ্বাস করতে পছন্দ করি। আজকের একটা চেষ্টা তার জন্যে আরো ভালো আগামীকাল বয়ে আনবে। জীবন কাটানোর এ একটা উত্তম উপায়।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1218 Views
    by bdchakriDesk
    0 Replies 
    605 Views
    by sajib
    0 Replies 
    1010 Views
    by rajib
    0 Replies 
    410 Views
    by kajol
    0 Replies 
    264 Views
    by tasnima

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]

    Vacancy Announcement for the post of Chief Audit O[…]

    ] Global China Hardware & Trading Ltd. is[…]