Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7474
১০. অনুসরণ করুন রেডিও বা টিভির সংবাদ উপস্থাপকদের বা নিজের কোন প্রিয় অভিনেতাকে:

প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র। আপনার অবশ্যই নিজস্বতা বজায় রাখা উচিত। আপনি নিজে যেভাবে কথা বলতে সাচ্ছন্দ বোধ করেন সেভাবেই বলবেন। অন্যকে অনুসরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার কোন মানেই হয় না। তবে শেখার জন্য একজন গুরু আবশ্যক। তাই কথা বলার স্টাইল শেখার জন্য বেছে নিতে পারেন নিজের কোন প্রিয় অভিনেতা, রেডিও বা টিভির কোন উপস্থাপককে। বোঝার চেষ্টা করুন, তিনি কীভাবে কথা বলছেন, টোন কখন কোথায় কেমন, এবং বডি ল্যাঙগুয়েজ কেমন। এর পর আপনি পরিস্থিতি এবং পরিবেশ বুঝে তার কিছু অংশ প্রয়োগ করুন আপনার বাস্তব জীবনে।

এবার তাহলে শুনুন আমেরিকার গল্প-

পুরোদমে শুরু হয়েছে রেডিও-টেলিভিশন প্রতিনিধিদের ডিনার পর্ব। এটা বৃৎসরিক কালো-টাই অনুষ্টান, যেখানে এক হাজারেরও বেশি রিপোর্টার, প্রযোজক, সম্পাদক, খবর লেখক, বই লেখক, কলাম লেখক, অ্যাস্কর এবং (অবশ্যই) টাক শো-র মেজবানরা জড়ো হয়েছেন কংগ্রেস সদস্য, দূতাবাসপ্রধান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ডিনার খাওয়ার জন্য। এটা বছরের হাতেগোনা সন্ধ্যার একটি, যেখানে কখনোই গুরুতর কোনো বিষয় নিয়ে মাথা ঘামানো হয় না, শুধু টেওয়ার্ক অফিসগুলো কাজ করার উপযোগী একটা সম্পর্ক প্রতিষ্ঠিত করে সেই সব অফিসের সঙ্গে, নেটওয়ার্ক যেগুলোকে কাভার করে।

৪৩ শতাংশ পপুলার ভোটে হোয়াইট হাউস জিতে নেয়ার পাঁচ মাস পর ওয়াশিংটন মিডিয়ার সঙ্গে বিল ব্লিনটনের এটাই প্রথম আনুষ্ঠানিক ডিনার। তিনি চতুর্দশ নির্বাচিত প্রেসিডেন্ট, যিনি মেজরিটি ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন, এবং সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য ভোট গোনা শেষ হবার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে বব ডোল ঘোষণা করলেন, বিল ক্লিনটন নন, গুড ওল্ড পার্টি (রিপাবলিকান পার্টি) শতকরা ৫৭ ভাগের প্রতিনিধিত্ব করে, যারা হয় জর্জ বশিকে কিংবা রস পেরোটকে (perot) ভোট দিয়েছেন।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    249 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3138 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1044 Views
    by sajib
    0 Replies 
    1338 Views
    by rajib

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]